নয়াদিল্লি: দক্ষিণের কিংবদন্তী অভিনেতা শিবাজি গণেশনের (Sivaji Ganesan) আজ ৯৩ তম জন্মবার্ষিকী। তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁর ছবি ডুডল (Doodle) করল গুগল (Google)। 


সিনেপ্রেমীদের কাছে শিবাজি গণেশনের নতুন করে পরিচয় দেওয়ার তেমন প্রয়োজন পড়ে না। অজস্র চরিত্রকে জনসাধারণের কাছে স্মরণীয় করে তোলার জন্য তাঁর মৃত্যুর ২০ বছর পর, আজও তিনি সিনেমা প্রেমীদের মনে বাস করেন। প্রায় পাঁচ দশক অভিনয় জগতে দাপিয়ে বেড়ানোর পর, ৭৩ বছর বয়সে ২০০১ সালের ২১ জুলাই তাঁর মৃত্যু হয়।


গুগলের ডুডলটি তৈরি করেছেন ব্যাঙ্গালুরুর এক অতিথি শিল্পী, যাঁর নাম নূপুর রাজেশ চোকসি। এই ডুডল স্বভাবতই 'ভারতীয় সিনেমার মার্লন ব্র্যান্ডো'-এর বেশ কিছু স্মৃতি তাজা করে দিয়েছে অনুরাগীদের মনে। শিবাজি গণেশন একাধিক তামিল, তেলুগু, কন্নড়, মালয়লম ছবিতে অভিনয় করেছেন। এমনকী হিন্দি ও সিংহলি ছবিতেও কাজ করেছেন তিনি।


তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন ভিল্লুপুরম চিন্নাইয়া গণেশন। মাত্র ৭ বছর বয়সে থিয়েটার জগতে পা রাখেন তিনি। বিভিন্ন জনপ্রিয় থিয়েটার গ্রুপে তিনি শিশু ও মহিলাদের চরিত্রে অভিনয় করতে শুরু করেন। একইসঙ্গে তিনি তিন ধরনের নৃত্যশিল্পে পটু, ভরতনাট্যম, কথক ও মণিপুরি। তিনি 'দাদা সাহেব ফালকে' পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।


নাটক 'শিবাজি কাণ্ড সাম্রাজ্যম'-এ তিনি মারাঠি রাজা ছত্রপতি শিবাজির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন। সেই থেকে তাঁর নাম হয় শিবাজি গণেশন। শুধু থিয়েটার বা সিনেমাতেই নয়, তিনি রাজনীতিতেও পা রেখেছিলেন। তবে সেখানে বিশেষ খ্যাতি অর্জন করতে পারেননি। 


 






গুগলের এই শ্রদ্ধাজ্ঞাপনে মুগ্ধ কিংবদন্তি অভিনেতার নাতি তথা জনপ্রিয় অভিনেতা বিক্রম প্রভু (Vikram Prabhu)। টুইট করে গুগলের এই ডুডলের ছবিটি পোস্ট করেছেন। গুগলের উদ্যোগের জন্য গুগল ইন্ডিয়া ও শিল্পী নূপুর রাজেশ চোকসিকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি এও লেখেন পুরো  বিষয়টি তাঁর কাছে অত্যন্ত গর্বের। 


আরও পড়ুন: Shiddat Review: মুক্তি পেয়েছে রাধিকা মদন ও সানি কৌশলের 'সিদ্দত', সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের