নয়াদিল্লি: আজ কিংবদন্তি সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার (Bhupen Hazarika) ৯৬তম জন্মবার্ষিকী। আর এই বিশেষ দিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাল গুগল (Google), তাদের বিশেষ ডুডলের (Doodle) মাধ্যমে। ২০১১ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভূপেন হাজারিকা। তিনি একাধারে গায়ক, কবি, সঙ্গীতশিল্পী, পরিচালক ও গীতিকার ছিলেন। সেই কিংবদন্তি শিল্পীর প্রতি গুগলের শ্রদ্ধাজ্ঞাপনে আপ্লুত অনুরাগীরা।


গুগলের শ্রদ্ধা


শিল্পচর্চার পাশাপাশি ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত অসম বিধানসভার বিধায়কও ছিলেন ভূপেন হাজারিকা। 'সুধাকণ্ঠ', এই নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। প্রায় ৬ দশক ব্যাপী তাঁর কর্মজীবনে কাজ করেছেন কয়েকশ ছবিতে।


দেশের একাধিক শ্রদ্ধেয় মানুষদের প্রতি সম্মান জানানোর গুগলের এই পদ্ধতি এতদিনে বেশ পরিচিত সকলের মধ্যে। তেমনই ৮ সেপ্টেম্বর ভূপেন হাজারিকার ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ডুডল তৈরি করল গুগল। হারমোনিয়ামে ব্যস্ত সঙ্গীতশিল্পীর এই ডুডল তৈরি করেছেন মুম্বইয়ের অতিথিশিল্পী রুতুজা মালি।


১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর, অসমে জন্মগ্রহণ করেন ভূপেন হাজারিকা। ব্রহ্মপুত্রের তীরে জীবন নিয়ে তৈরি গান ও লোককথার মাঝেই বেড়ে ওঠেন তিনি। মাত্র ১০ বছর বয়সে তাঁর প্রথম গান রেকর্ড করেন তিনি।


১৯৪২ সালে কলায় ইন্টারমিডিয়েট পাশ করেন এবং ১৯৪৬ সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর পাশ করেন। এরপরই তিনি পাড়ি দেন নিউ ইয়র্কের উদ্দেশে। সেখানে পাঁচ বছর থেকে ১৯৫২ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে পিএইচডি করে ফেরত আসেন।


পড়াশোনার শেষে গুয়াহাটিতে অল ইন্ডিয়া রেডিওর হয়ে গান গাইতে শুরু করেন তিনি। তিনি একাধিক বাংলা গান হিন্দিতে অনুবাদ করেও গেয়েছেন।


সময়ের সঙ্গে সঙ্গে, তিনি অসংখ্য গান তৈরি করেছেন। গানের মাধ্যমে মানুষের গল্প বলার ঝোঁক ছিল তাঁর - সুখ এবং দুঃখের গল্প, ঐক্য এবং সাহস, রোম্যান্স এবং একাকীত্ব এবং এমনকী দ্বন্দ্ব ও সংকল্পের গল্প।


আরও পড়ুন: Asha Bhosle Birthday: ৯ বছর বয়সে পিতৃবিয়োগ, সংসার চালানোর তাগিদের গানকে বেছে নিয়েছিলেন আশা ভোঁসলে


'রুদালি', 'মিল গয়ি মনজিল মুঝে', 'দরমিয়াঁ', 'গজগামিনি', 'দামন', 'কিউঁ'-এর মতো গানের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। একাধিক পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। যার মধ্যে 'সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড', 'দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড' উল্লেখযোগ্য। পদ্মশ্রী সম্মানেও ভূষিত হন। ২০১৯ সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে সম্মানিত হন তিনি।