হর্ন ওকে প্লিজ ছবির সেটে গুন্ডারা সত্যিই হামলা চালায় তনুশ্রীর গাড়িতে, দেখুন ২০০৮-এর ভিডিও
ABP Ananda, Web Desk | 01 Oct 2018 11:20 AM (IST)
মুম্বই: তনুশ্রী দত্ত বলেছেন, ১০ বছর আগে হর্ন ওকে প্লিজ ছবির সেটে আইটেম ডান্সের সময় সহ অভিনেতা নানা পাটেকর তাঁর গায়ে অশ্লীলভাবে হাত দেওয়ার চেষ্টা করেন। তিনি প্রতিবাদ করলে একটি রাজনৈতিক দলের গুন্ডাদের ডেকে এনে ভাঙচুর করান তাঁর গাড়ি। অনেকেই তনুশ্রীকে সমর্থন করেছেন আবার অনেকে বলেছেন, সিনেমা ছেড়ে দেওয়ার এতদিন পর স্রেফ নজর টানতে এই অভিযোগ করেছেন তিনি। কিন্তু ২০০৮ সালের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, গাড়ির কাচ তুলে দিয়ে তনুশ্রী ও তাঁর বাবা ভেতরে বসে আর বাইরে চলছে গুন্ডাদের তাণ্ডব। যথেচ্ছ গাড়ি ভাঙচুর করা হচ্ছে, কয়েকজন লাফাচ্ছে গাড়ির ওপর চড়ে, চাকার হাওয়া বার করে দিচ্ছে। তবে তনুশ্রী চেষ্টা করছেন শান্তভাবে এই আক্রমণের মোকাবিলা করার। দেখুন ভিডিও