কলকাতা: বাবা মারা যাওয়ার পর কেটে গেছে নয়টা বছর। এখনও বাবার স্মৃতি তাড়া করে বেরোয় অভিনেতা গৌরব রায় চৌধুরীকে। আজ বাবার স্মরণে পুজো রাখেন অভিনেতা। সেই ছবি নিজের ইন্সটাগ্রাম পেজে পোস্ট করে দীর্ঘ একটি নোট লেখেন তিনি। যা হৃদয় ছুঁয়ে গেছে নেটাগরিকদের। তিনি লিখেছেন, 'নয়টা বছর কেটে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে ভাবনা, ইচ্ছেশক্তি, মনোবল সবকিছুরই উন্নচি হয়েছে। হয়তো এটাও স্বাভাবিক দায়িত্ব, ইচ্ছা, স্বপ্ন, অনেক ভাঙাচোরা ঘরকেও দুর্গের মত শক্তিশালী বানাই সময়ের ইচ্ছে অনুযায়ী। জীবনে অযথা প্লাস্টিক হাসিগুলোকে বন্ধ করে দিয়েছি, কারন তোমার বলা কথা আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সত্য়িই বলতে আশা না করে কাজ করে যাও। দেখিস কেউ না কেউ ঠিক রাস্তা বানিয়ে আগলে নেবে তোকে। মন খারাপ নয় বড্ড কম কারন, হাসতে শিখে গেছি। শুধু একটু বড় হয়ে গেছে তোমার বাবন। এত তাড়াতাড়ি বড় হয়ে যেতে চাইনি। তবে আমি আমার জগতে বেশ আছি স্বচ্ছভাবে।'
অভিনেতার পোস্টে উঠে এসেছে একাধিক দুঃখ-যন্ত্রণা-অভিমানের কথা। উঠে এসেছে একাধিক ওঠাপড়ার কথাও। এই পোস্টেই তিনি উল্লেখ করেন বাবা তাঁর প্রিয় বন্ধু ছিলেন।
প্রসঙ্গত, এইমুহূর্তে তিনি 'রাঙাবউ' ধারাবাহিকে অভিনয় করছেন। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে আছেন অভিনেত্রী শ্রুতি।
আরও পড়ুন...