মুম্বই: উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষাপটে সীমান্তের ওপারের প্রতিভাশালী কলাকুশলীদের বলিউডে আসার পক্ষে সওয়াল করলেন সঈফ আলি খান। গত সপ্তাহেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) হুমকি ছুঁড়ে দিয়েছে বলিউডে পরিচিত মুখ হয়ে ওঠা ফাওয়াদ খান, মাহিরা খানের মতো পাকিস্তানি তারকাদের। উরি হামলার জবাবে তাঁদের ভারত ছেড়ে চলে যেতে বলে ঘাড়ধাক্কা দেবে বলে প্রকাশ্যে হুঙ্কার ছেড়েছে রাজ ঠাকরের দলবল। তাঁদের ছবির শ্যুটিং বানচাল করে দেওয়ার ভয়ও দেখিয়েছে।


বলিউডের অনেকেই এর বিরোধিতা করেছেন। সাম্প্রতিকতম সংযোজন সঈফ। তিনি বলেছেন, সীমান্তের দুপারের সাংস্কৃতিক আদানপ্রদানকে অবশ্যই উত্সাহ দেওয়া উচিত। বলিউড ইন্ডাস্ট্রির দরজা গোটা বিশ্বের বিশেষ করে সীমান্তের ওপারের প্রতিভাবানদের জন্য সবসময়ই খোলা। কিন্তু সরকারকেই এ ব্যাপারে ঠিক করতে হবে। আমরা শিল্পী হিসাবে ভালবাসা, শান্তির কথাই বলব। কিন্তু আইনি দিকটি সরকারই স্থির করুক। কারা এ দেশে কাজ করতে পারবেন, কারা পারবেন না, সেটা ঠিক করতে হবে সরকারকেই। জি কিউয়ের মেন অব দি ইয়ার  সম্মান পাওয়া সঈফ গতকাল বলেছেন এ কথা।

উল্লেখ্য, কর্ণ জোহর, হনসল মেহতা, অনুরাগ কাশ্যপ, বরুণ ধবন, রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো বলিউডি শিল্পী,  পরিচালকরা ইতিমধ্যেই ভারতে কাজ করা পাকিস্তানি অভিনেতাদের বয়কটের দাবির বিরোধিতা করেছেন।