ওয়াশিংটন: পরমাণু অস্ত্র নিয়ে ভারত দায়িত্বশীল । কিন্ত চিন্তা পাকিস্তানকে নিয়েই। কারণ পাকিস্তানের পরমাণু অস্ত্রের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে উদ্বেগ। এজন্য স্থিতাবস্থা নিশ্চিত করতে আমেরিকা ইসলামাবাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টার এ কথা বলেছেন।
গতকাল নর্থ ড্যাকোটার মিনোট বায়ুসেনা ঘাঁটিতে ‘স্থায়ী পরমাণু অস্ত্র প্রতিরোধ’ সম্পর্কে কার্টার বলেছেন, পরমাণু অস্ত্র সংক্রান্ত আন্তর্জাতিক চালচিত্র গত ২৫ বছরে অনেকটাই বদলে গিয়েছে। পাকিস্তানের পরমাণু অস্ত্রের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে উদ্বেগ। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তারা বিপদ নয়।
কার্টার বলেছেন, পরমাণু অস্ত্র সম্ভার বৃদ্ধির জন্য আমেরিকা খুব একটা উদ্যোগ নেয়নি। অন্যান্য দেশগুলিও অস্ত্র সংখ্যা ও তার প্রয়োগের কলাকৌশলের দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে।   পরমাণু প্রযুক্তি নিয়ে ভারত যে সংযম দেখিয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব তার ভূয়সী প্রশংসা করেছেন।