কলকাতা: একসঙ্গে বড়পর্দায় কাজ করেছেন তাঁরা, তবে তাঁদের মধ্যে কি সত্যিই বন্ধুত্বের সম্পর্ক ছিল? যাঁদের ক্যামেরার সামনে বন্ধুত্ব ছিল চর্চিত, তাঁদের একজনের জন্যই নাকি সিনেমা থেকে বাদ পড়তে হয়েছিল অন্যজনকে! সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে, পুরনো এক তিক্ত অভিজ্ঞতার কথা শোনালেন বলিউড অভিনেতা গোবিন্দ (Govinda)। ১৯৯৭ সালে 'জুদা' (Judwaa) ছবি থেকে গোবিন্দকে বাদ পড়তে হয়েছিল সলমন খানের (Salman Khan) জন্য!


সদ্য একটি সাক্ষাৎকারে গোবিন্দ বলেছেন, 'সেই সময়ে আমি 'জুদা'-র শ্যুটিং করছি। একদিন রাত ২টো ৩টের সময় সলমন আমায় ফোন করল। বলল, 'চাচি ভাইয়া, তুমি আর কতগুলো হিট ছবি করবে?' আমি তাতে বললাম, 'কেন কী হয়েছে'? সলমন বলল, 'তুমি ওই যে সিনেমাটার শ্যুট করছো এখন.. জুদা বলে.. ওটা তুমি বন্ধ করে দাও। সিনেমাটা আমায় দিয়ে দাও। আমি অভিনয় করে নিই ওটা।'


এখানেই শেষ নয়, গোবিন্দ বলেন, 'সলমন আরও বলে, 'শুধু ছবিটা নয়, ওই ছবির পরিচালককেও দিতে হবে। তোমার ছবিটা যে প্রযোজনা করছিল, তার সঙ্গেও আমি কথা বলে নিয়েছিল ইতিমধ্যেই।'। গোবিন্দ এরপরে আক্ষেপের সুরে বলেন, 'একটা সিনেমা, যেটার শ্যুটিং চলছিল, হিটও হত, সেটা বন্ধ করে দেওয়া হল। আমায় ছবি থেকে বের করে দেওয়া হল। বিনা কারণে। মাঝপথে ছবিটা থেমে গেল। তারপরে আমি জানতে পারলাম, আমার চরিত্রটা সলমনকে দিয়ে দেওয়া হয়েছে।'


প্রসঙ্গত, দীর্ঘদিন রুপোলি পর্দা থেকে দূরে রয়েছেন গোবিন্দ। বরং তিনি এখন রাজনীতির ময়দানেই বেশি স্বচ্ছন্দ। সম্প্রতি অভিনেত্রী আরতি সিংহের বিয়েতে এসে সবাইকে চমকে দিয়েছিলেন গোবিন্দ। মামা-ভাগ্নের সম্পর্ক খুব একটা ভাল নয়। ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে গোবিন্দের দ্বৈরথ ছিল। তবে এই বিয়েতে এসে যেন সমস্ত বিবাদ ও দ্বন্দ্ব মিটিয়ে নিতে চাইলেন বলিউড অভিনেতা।


 






আরও পড়ুন: Urvashi Rautela: কখনও গোলাপি গাউন, কখনও লাল সিক্যুইন.. কানের রেড কার্পেটে প্রশংসিত ঊর্বশী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।.