কলকাতা: উত্তর ভারতের শোভাযাত্রাকে ঘিরে অশান্তির নিয়ে করা একটি ট্যুইট, আর সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মুখ খুললেন বলিউড অভিনেতা গোবিন্দ (Govinda)! অভিযোগ করলেন, তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। কিন্তু ঠিক কী ট্যুইট করা হয়েছিল তাঁর অ্যাকাউন্ট থেকে? 


ঘটনাটা ঠিক কী?  জানা যাচ্ছে,  সম্প্রতি,  উত্তর ভারতের একটি ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে নিজের টুইটার অ্যাকাউন্টে ধর্মীয় হিংসাকে কেন্দ্র করে গোবিন্দর একটি টুইট অনুরাগীদের চোখে পড়ে। সেখানে জনতার বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল। আর সেই ট্যুইট চোখে পড়তেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকে সেই ট্যুইট নিয়ে ট্রোলিং শুরু করেন। তবে অনেকে আবার পাশেও দাঁড়িয়েছেন তারকার। তাঁরা দাবি করেছিলেন, তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।


এই বিষয়ে বুধবার পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেতা। তবে শেষমেষ বৃহস্পতিবার নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেতা। এই মুহূর্তে তিনি বিতর্ক থেকে দূরে থাকার জন্য নিজের ট্যুইটার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দিয়েছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি, জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। একথা তিনি সদ্যই জানতে পেরেছেন। আর এই বিষয়ে পুলিশেও অভিযোগ দায়ের করেছেন তিনি। 


অনুরাগীদের জন্য গোবিন্দ বার্তা দিয়েছেন, 'এই ধরণের ট্যুইট আমি করিনি। এমনকি আমার টিমের কেউই এই ধরণের মেল করেনি। আমি দীর্ঘদিন ট্যুইট ব্যবহারই করি না। ফলে এই ধরণের ট্যুইট করিনি আমি। তাহলে এই ধরণের কাণ্ড কেন ঘটল! আমি সাইবার সেলে অভিযোগ জানিয়েছি, দেখা যাক কি করা যায়।'


কীভাবে এই ঘটনা ঘটল, সেই সম্ভাবনার কথাও বলেছেন অভিনেতা। তিনি বলেছেন, 'সামনেই নির্বাচন আসছে। আমার ধারণা, কেউ হয়ত ভেবেছেন, আমি কোনও দলের হয়ে নির্বাচনে লড়াই করব। তাই সম্ভবত এই কাণ্ড ঘটিয়েছেন। বিষয়টা দেখবে পুলিশ।'


 






আরও পড়ুন: Tota Ranveer Katthak Performance: টোটা কলকাতায় দুর্দান্ত কত্থক নাচছেন, রণবীর কর্ণকে ফোন করে বলেছিলেন, 'আমি পারব না'