কলকাতা: অসুস্থ ছিলেন বলে তিনি যোগ দিতে পারেননি দীপাবলির উৎসবে। বাড়িতেই বিশ্রামে ছিলেন তিনি। তবে এরপরে কাজে ফিরেছিলেন তিনি। বেরিয়েছিলেন ভোটের প্রচারেও। তবে প্রচারে বেরিয়ে অসুস্থবোধ করায় প্রচারের তালিকা ছোট করে ফিরে এলেন গোবিন্দ (Govinda)। শোনা যাচ্ছে, প্রচারের মধ্যে অসুস্থবোধ করাতেই বাড়ি ফিরে এসেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গোবিন্দর রাজনৈতিক পরিচয়ও রয়েছে। গোবিন্দ শিব সেনা দলে রয়েছেন। সেই দলের হয়েই একটি রোড শো করছিলেন তিনি, এমনটাই খবর। তবে রোড শো-এর মাঝামাঝিই তিনি অসুস্থবোধ করেন। গোটা ঘটনাটাই ঘটেছে মুম্বইতে। রোড শো-এর মাঝখানে অসুস্থবোধ করায় সেই রোড শোয়ে কাটছাঁট করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন তিনি। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন গোবিন্দ। তাঁর অসুস্থতা গুরুতর নয় বলেই জানা যাচ্ছে।
কী হয়েছে গোবিন্দর? সম্প্রতি তাঁর পায়ে গুলি লাগে। নিজের কাছে রাখা বন্দুক দিয়ে নিজেকেই গুলি করে ফেলেছিলেন গোবিন্দ। এরপরে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত ভাল আছেন তিনি। তবে জানা গেল, পায়ের চোটের জন্যই এই বছর দীপাবলির উৎসবে দেখা যায়নি তাঁকে। অক্টোবর মাসের ১ তারিখে এই দুর্ঘটনা ঘটে যায়। সেই সময়ে কলকাতায় আসার কথা ছিল গোবিন্দর। কিন্তু বাড়ি থেকে বেরনোর আগেই ঘটে যায় দুর্ঘটনা। গোবিন্দ যে রোড শোতে গিয়ে অসুস্থবোধ করেছিলেন সেটি ছিল মহারাষ্ট্রের জলগাঁও-তে।
অক্টোবর হঠাৎ নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন অভিনেতা গোবিন্দ। ভুল করে তাঁরই বন্দুক থেকে গুলি চলে গিয়েছিল। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। সত্যিই গোবিন্দর বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়েছিল কি না, সেই বিষয়ে নিশ্চিত হতেই তদন্ত চালাতে চায় পুলিশ। এই বিষয়ে ডাকা হবে গোবিন্দকেও। তবে এখনও পর্যন্ত অভিনেতাকে পুলিশের কাছে যেতে হয়নি বলেই জানা যাচ্ছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে হাঁটাচলা করতে পারছিলেন না গোবিন্দ। অস্ত্রোপচার করে পা থেকে গুলি বের করা হয়েছিল তাঁর । হাসপাতাল থেকে তিনি যখন বেরিয়েছিলেন তখন তাঁর পারে বড় ব্যান্ডেজ করা ছিল। হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বেরিয়েছিলেন গোবিন্দ। অভিনেত্রার স্ত্রী সুনীতা এর আগে, দীপাবলির সময়ে জানিয়েছিলেন, সুস্থ থাকলেও গোবিন্দ রয়েছেন বিশ্রামে।
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: বাড়িতে রাসপূর্ণিমার পুজো, এই প্রথম কাজে হাত দিতে পারলেন না শ্রীময়ী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।