Daily Face Wash Use Side Effects: ত্বকের পরিচর্যায় ফেস ওয়াশ এবং ফেস স্ক্রাব ও ফেস প্যাক সবেরই গুরুত্ব রয়েছে। কিন্তু এই তিনটি উপকরণের যেটিই আপনি বেশি ব্যবহার করে ফেলবেন, সেখানেই দেখা দেবে সমস্যা। তাই সঠিক মাত্রায় ফেস প্যাক, ফেস স্ক্রাব এবং ফেস ওয়াশ ত্বকে ব্যবহার করা জরুরি। জেনে নিন, এইসব উপকরণ ত্বকে বেশি মাত্রায় ব্যবহার করলে কী কী সমস্যা দেখা দিতে পারে।
ত্বকে অতিরিক্ত ফেস ওয়াশের ব্যবহার
ত্বক পরিষ্কার রাখার জন্য প্রায় সকলেই নিয়মিত ফেস ওয়াশ ব্যবহার করেন। কিন্তু প্রতিদিন ত্বকে ফেস ওয়াশ ব্যবহার করলে ত্বকের উপকাররে চেয়ে ক্ষতিই হবে বেশি। ত্বকে ফেস ওয়াশ যাঁরা বাধ্য হয়ে নিয়মিত ব্যবহার করেন তাঁরা খুব হাল্কা ধরনের ফেস ওয়াশ ব্যবহার করুন। না হলে ত্বক মারাত্মক রুক্ষ হয়ে যাবে। ত্বকে ফেস ওয়াশ ব্যবহারের ক্ষেত্রে আগাম সতর্কতা নিন। ত্বকের ধরন অনুসারে প্রোডাক্ট বেছে নেওয়া প্রয়োজন। আপনার সেনসিটিভ ত্বক হলে আচমকা প্রোডাক্ট পরিবর্তন করবেন না। যে ফেস ওয়াশ সবসময় ব্যবহার করেন সেটাই ব্যবহার করা ভাল। ত্বক যদি খুব রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির হয় তাহলে ক্রিম বেসড ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। আর ত্বক অয়েলি বা তেলতেলে হলে জেল বেসড ফেস ওয়াশ ব্যবহার করা ভাল।
- অতিরিক্ত পরিমাণে ফেস ওয়াশ নিয়মিত ব্যবহার করলে ত্বকের রুক্ষ ভাব বৃদ্ধি পাবে। তাই যাঁরা নিয়মিত বাইরে ধুলোবালিতে বেরোন তাঁরা রোজ ফেস ওয়াশ ব্যবহার করলেও হাল্কা ধরনের প্রোডাক্ট এবং কম পরিমাণে ব্যবহার করতে পারলে ভাল।
- অতিরিক্ত ফেস ওয়াশের ব্যবহারের ফলে ত্বকের মধ্যে থাকা রোমকূপের মুখগুলি অর্থাৎ পোরসগুলি উন্মুক্ত হয়ে যাবে। ফলে সহজে নোংরা জমে যাবে এবং ব্রনর সমস্যা দেখা যাবে।
- প্রতিদিন ফেস ওয়াশ ব্যবহারের পর অবশ্যই ক্রিম ম্যাসাজ করা জরুরি। এই অভ্যাস না থাকলে আপনার ত্বকের জেল্লা একেবারেই চলে যাবে। ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে যাবে।
- ত্বকের রোজ ফেস ওয়াশ ব্যবহার করলে আপনার ত্বকে র্যাশ হতে পারে। অস্বস্তি হতে পারে অন্যান্য অনেক ভাবেই। অ্যালার্জি, লালচে ভাব দেখা দিতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।