তবে একইসঙ্গে তাঁর সংযোজন, রণবীর যেহেতু ঋষি কপূরের ছেলে, তাই সিনিয়রের প্রতি সম্মান দেখিয়ে এই ছবিতে কাজ করতে রাজি হন তিনি। অসুস্থ অবস্থায় দক্ষিণ আফ্রিকা গিয়ে শ্যুটিং করেন। ছবির জন্য কোনও চুক্তি করেননি, এমনকী সাইনিং অ্যামাউন্টও নেননি।
৫৩ বছরের গোবিন্দা কিছুদিন ধরে ফের বলিউডে ফেরার চেষ্টা করছেন। কিন্তু জাগ্গা জাসুসের শ্যুটিংয়ের সময় তাঁর অপেশাদার আচরণ সম্পর্কে কিছু খবর প্রকাশ্যে এসেছে।
এ নিয়ে গোবিন্দা বলেছেন, গোবিন্দার ওপর একাধিক নেগেটিভ স্টোরি ও আর্টিকল বাজারে রয়েছে, স্রেফ সে জন্যই ৩ বছর ধরে মানুষ মনে রেখেছে এই ছবিকে।