লন্ডন: গর্ভধারণ করেছিলেন। গতকাল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন। না ইনি কোনও মহিলা নন। ইনি পুরুষ, নামে হেডেন ক্রস। সন্তানের জন্ম দেওয়া ব্রিটেনের প্রথম পুরুষ।


হেডেনের বয়স ২১। এক স্পার্ম ডোনারের মাধ্যমে গর্ভধারণ করেন তিনি। সদ্যজাত কন্যার নাম দিয়েছেন ট্রিনিটি লে।

হেডেনের জন্ম অবশ্য পুরুষ হিসেবে নয়, নারী হয়ে। দীর্ঘ হরমোনের চিকিৎসার মাধ্যমে আইনত পুরুষ হন তিনি। তাঁর সম্পূর্ণ পুরুষ হওয়ার প্রক্রিয়া অবশ্য এখনও সম্পূর্ণ হয়নি। এবার মেয়ের জন্ম হওয়ার পর তিনি ঠিক করেছেন, যত দ্রুত সম্ভব পুরোপুরি পুরুষ হয়ে উঠবেন।

৩ বছরেরও বেশি হয়ে গেল, পুরুষ হিসেবে বাস করছেন হেডেন। সেইমতো হরমোন ইঞ্জেকশন নিচ্ছেন, যার ফলে মুখে দাড়ি গোঁফ গজিয়েছে, গলার স্বরও হয়ে উঠেছে পুরুষোচিত। কিন্তু দেহে মনে পুরুষ হয়ে উঠলেও সন্তানের জন্ম দেওয়ার জন্য মরিয়া ছিলেন তিনি। এ জন্য নিজের ডিম্বানুকে হিমায়িত করে রাখার জন্য তিনি ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের অনুমতি চান কিন্তু সেই অনুরোধ খারিজ হয়ে যায়।

এরপর সেপ্টেম্বরে ফেসবুক থেকে তিনি এক স্পার্ম ডোনারের খোঁজ পান। সেই ব্যক্তি তাঁর বাড়ি এসে একটি পাত্রে শুক্রাণু রেখে যান। সেই শুক্রাণু নিজের শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে গ্রহণ করে গর্ভধারণ করেন হেডেন।

আর এখন একই সঙ্গে তিনি বাবা ও মা। ক’জনের এমন সৌভাগ্য ঘটে!