কলকাতা: তাঁদের সম্পর্ক নিয়ে বর্তমানে জল্পনা তুঙ্গে। তাঁরা নাকি আর সম্পর্কে থাকতে চান না। ৬ মাস আগেই বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন স্ত্রী? এমনকি এক ছাদের তলায় নাকি থাকছেন ও না তাঁরা। আসল সত্যিইটা কী? তাঁদের আইনজীবী অবশ্য ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁদের সম্পর্কে যা যা সমস্যা ছিল তা মিটে গিয়েছে। ফের একসঙ্গেই থাকছেন তাঁরা। তবে এবার, গোবিন্দ (Govinda)-র সঙ্গে আলাদা থাকা নিয়ে মুখ খুললেন অভিনেতার স্ত্রী সুনীতা। জানালেন, কেন তাঁরা আলাদা থাকা শুরু করেছিলেন। সঙ্গে জানালেন, সদ্য নয়, অনেকদিন থেকেই নাকি আলাদা থাকেন তাঁরা। তবে তার নাকি একটা নির্দিষ্ট কারণ রয়েছে।
সদ্য একটি সাক্ষাৎকারে সুনীতা বলেছেন, গোবিন্দ যখন রাজনীতিতে যোগ দেন, তখনই ঘরে অনেক লোক আসতে শুরু করেন। বাইরের বিভিন্ন লোক কাজের জন্য বাড়িতে আসতেন। সেই সময়ে গোবিন্দ আর সুনীতার মেয়ে বড় হয়ে গিয়েছিলেন। তবে তিনি বাড়িতে রাতপোশাক পরেই ঘোরাফেরা করতেন। একজন বড় মেয়ে বাড়িতে রাত পোশাক পরে ঘুরছে আর সেই বাড়িতে বাইরের লোক আসছে, এই ব্যাপারটা পছন্দ করেননি গোবিন্দ বা সুনীতা কেউ ই। সেই কারণেই তাঁরা একটি অফিস নিয়ে নেন। সেখানেই কাজের সময়টা থাকতেন গোবিন্দ। বাড়িতে থাকতেন মা মেয়ে। তবে কাজ শেষ হলেই নাকি বাড়িতেই থআকতে চলে আসতেন গোবিন্দ। সুনীতার কথায়, 'কারও সাধ্য নেই আমায় আর গোবিন্দকে আলাদা করার।'
গোবিন্দ এবং সুনীতার দাম্পত্য ভাঙনের মুখে বলে বেশ কিছুদিন ধরেই চর্চা। সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন সুনীতা নিজেই। নিজের একাকীত্ব নিয়ে যেমন মুখ খুলেছেন, তেমনই পরকীয়া নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায় তাঁকে। আর সেই আবহেই বিস্ফোরণ ঘটে আইনি নোটিস পাঠানোর খবরে। জানা যায়, কয়েক মাস আগেই গোবিন্দকে বিচ্ছেদের নোটিস পাঠান সুনীতা। (Sunita Ahuja)। তারকা দম্পতির সম্পর্কে সবকিছু যে ঠিক নেই, তা গোড়াতেই স্বীকার করে নিয়েছিলেন গোবিন্দের আইনজীবী ললিত বিন্দল। এবার আইনি নোটিস নিয়েও মুখ খুলেছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ছ’মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেন সুনীতা। কিন্তু পরে আবার মিটমাট হয়ে যায়। ফের মিল হয়ে গিয়েছে দু’জনের। স্বামী-স্ত্রীর মধ্যে এমন ঘটতেই থাকে। কিন্তু ওঁদের সম্পর্ক মজবুত। এখন সব ঠিক আছে।'
আরও পড়ুন: Kiara Advani: যমজ সন্তান চান কিয়ারা আডবাণী! চাই করিনা কপূরের মতো গুণ ও!