নয়াদিল্লি: অস্কারের (Oscars) পর এবার কাঠগড়ায় গ্র্যামি অ্যাওয়ার্ডস (Grammy Awards)। বিশ্বের অন্যতম বৃহত্তম দুই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্মরণ করা হল না সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar)। 


অস্কারের পর এবার গ্র্যামিস


অস্কারে বলিউড গায়িকা লতা মঙ্গেশকরকে তাদের 'ইন মেমোরিয়াম' (In Memoriam) রিল থেকে বাদ দেওয়ার এক সপ্তাহ পরে, গ্র্যামি নিয়েও বিরক্ত অনুরাগীরা। কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরকে গ্র্যামি থেকেও উপেক্ষা করা হল।


লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় স্থানীয় সময় রবিবার রাতে অনুষ্ঠিত ৬৪তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডসে প্রয়াত ব্রডওয়ে সুরকার স্টিফেন সন্ডহেইমের প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রদর্শন করা হয়। ফু ফাইটারসের ড্রামার টেলর হকিন্স এবং অন্যান্য উল্লেখযোগ্য সঙ্গীত কিংবদন্তির প্রতিও শ্রদ্ধা জানানো হয়। কিন্তু সেই তালিকায় রইলেন না লতা মঙ্গেশকর।


লতা মঙ্গেশকর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে মারা যান। তিনি প্রায় এক মাস ধরে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। করোনার সঙ্গেও লড়াই করছিলেন তিনি। লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে মারা যান।


 






সঙ্গীতের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা না জানানোয় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনুরাগীরা। 


আরও পড়ুন: Grammy Award 2022: 'গ্র্যামি অ্যাওয়ার্ডস'-এর রেড কার্পেটে ছেলের সঙ্গে ক্যামেরাবন্দি এ আর রহমান


এমনকী কিছু অনুরাগী ক্ষোভ প্রকাশ করেছেন যে ১৫ ফেব্রুয়ারিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা বাপি লাহিড়ীকেও শ্রদ্ধা জানানো হয়নি।