কলকাতা: ফের একঝাঁক তারকা নিয়ে আসতে চলেছে এক নতুন বাংলা ছবি। রাজর্ষি দে-র (Rajorshee De) পরিচালনায় তৈরি হয়েছে 'সাদা রঙের পৃথিবী' ('Shada Ronger Prithibi' Poster Launch)। সম্প্রতি শহরে হয়ে গেল ছবির গ্র্যান্ড পোস্টার লঞ্চ। হাজির ছিলেন ছবির সকল কলাকুশলীরা। 


'সাদা রঙের পৃথিবী' ছবির গ্র্যান্ড পোস্টার লঞ্চ অনুষ্ঠানে চাঁদের হাট


মুক্তির অপেক্ষায় রাজর্ষি দে পরিচালিত 'সাদা রঙের পৃথিবী'। সম্প্রতি শহরে হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠান, তাও রাজকীয় ঢঙে। এই ছবি মূলত ভারতে বিধবা পাচারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। থ্রিলার ঘরানার গল্পের মাধ্যমে এক অভিনব উপায়ে ভারতের বিধবাদের জন্য নির্বাচিত আবাস কাশীকে উদযাপন করবে এই ছবি। কলকাতার নন্দনে গ্র্যান্ড পোস্টার লঞ্চ হয়ে গেল ছবির। পোস্টার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রী ইন্দ্রনীল সেন, শ্রী দেবাশীষ কুমার, শ্রীমতি সোহিনী শাস্ত্রী, শ্রী অমিত আগরওয়াল এবং 'সাদা রঙের পৃথিবী'র সম্পূর্ণ স্টার কাস্ট। অনুষ্ঠানে এদিন সকলেই সাদা পোশাকে হাজির হয়েছিলেন।


বিধবা পাচারের উপর ভিত্তি করে এই প্রথম ভারতে কোনও সিনেমা তৈরি হল, এই বিষয়ে এখনও পর্যন্ত অন্য কোনও ভাষাতেও ছবি তৈরি হয়নি। এটি বারাণসীর বিধবাদের বর্ণহীন জগতের কথা তুলে ধরবে। সেই সব মানুষদের কথা বলবে এই ছবি যাদের জীবন তাদের সাদা শাড়ির মতোই বিবর্ণ হয়ে গিয়েছে। কিন্তু এই আদিম রীতির আড়ালে অপরাধী মাস্টারমাইন্ডদের ষড়যন্ত্র লুকিয়ে আছে, ছলনা করে যারা এই হতভাগ্য নারীদের শোষণ করতে উদ্যত হয়ে আছে। 




ছবির পোস্টার প্রকাশ


আদর্শ টেলিমিডিয়া এবং অমিত আগরওয়াল দ্বারা উপস্থাপিত, সুশান্ত সেনগুপ্ত, শ্রাবণী পাল ও রাজর্ষি দে প্রযোজিত এই ছবিতে টলিউডের প্রথম সারির ১৯জন অভিনেতা কাজ করেছেন। গল্পটি স্বামীহারা নারীদের দুর্দশা, তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং তাদের একটি বিধি নিষেধমূলক জীবনধারায় আবদ্ধ করে এমন বহু পুরনো প্রথার গল্প তুলে ধরবে।


আরও পড়ুন: 'Animal' OTT Release: আইনি জটে 'অ্যানিম্যাল'! ওটিটি মুক্তি স্থগিত হল রণবীর-রশ্মিকার সিনেমার


এই ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অরিন্দম শীল, ঋতব্রত মুখোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যয়া, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সোহি গুহরায়, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, ঐন্দিলা বসু, অরুনাভ দে রায়, ঈশান মজুমদার, মোনালিসা বন্দ্যোপাধ্যয়া, অনুরাধা চৌধুরী। অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন শুভ্রজিৎ মিত্র। সঙ্গীত পরিচালনা করেছেন আশু চক্রবর্তী। আগামী ফেব্রুয়ারি মাসে ছবিটি মুক্তি পাবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।