এই কারণে মুম্বই পুলিশের জেরার মুখে রণবীর সিংহ এবং অর্জুন কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Apr 2018 09:33 AM (IST)
1
গুন্ডে ছবিতে ব্যবহৃত এই বাইকটিও চুরির বাইকই
2
বাইকের ভোলবদলের জন্যে এই গ্যাঙে বিশেষজ্ঞ রয়েছে। বলিউডের চলচ্চিত্র পরিচালকরা সেই সমস্ত বিশেষজ্ঞদের ব্যবহারও করেন বলে জানিয়েছেন ওই গ্যাঙের নেতা।
3
এই গ্যাঙ বাইক চুরির পর, সেটার ভোলবদলে ফের বিক্রি করে দিত বাজারে
4
দিন কয়েক আগেই মুম্বইয়ের কুর্লা থেকে ওই বাইক চুরির গ্যাঙয়ের চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
5
মুম্বই ক্রাইম ব্রাঞ্চ শিগগিরই বলিউড অভিনেতা রণবীর সিংহ এবং অর্জুন কপূরকে জিজ্ঞাসাবাদ করবে। কারণ, এক বাইক চুরি গ্যাঙয়ের নেতা পুলিশকে জানিয়েছে, রণবীর-অর্জুনের গুন্ডে ছবির জন্যে সে চুরি যাওয়া বাইক ব্যবহার করতে দিয়েছিল। তবে একটু ভোলবদলে। সেই কারণেই দুই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের ভাবনা