কলকাতা: এই বছরেই আসছে 'হামি ২' (Haami 2)। বড়দিনে বড়পর্দায় দেখা মিলবে 'ভুটু ভাইজান'-এর। ২৩ ডিসেম্বর মুক্তি পাবে 'হামি ২'। তার আগে গত ৭ অগাস্ট, ফ্রেন্ডশিপ ডে-তে মুক্তি পেয়েছে ছবির প্রথম পোস্টার। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'হামি' ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। একরত্তি ব্রত ও তাঁর মা-বাবার চরিত্রে গার্গী রায়চৌধুরী ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল। 'হামি'র সাফল্যের পর পরিকল্পনা হয় দ্বিতীয় ভাগ তৈরির। কিন্তু করোনা ও লকডাউনের জন্য ভাটা পড়ে কাজে। পরিস্থিতি স্বাভাবিক হতে সেই প্রক্রিয়া শুরু হয়। এবার মুক্তির অপেক্ষায় 'হামি ২'। আজ নেট দুনিয়ায় বিশ্বকর্মা পুজো স্পেশাল ছবি পোস্ট করলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।


বিশ্বকর্মা পুজোয় কী করছে টিম 'হামি টু'?


আজ বিশ্বকর্মা পুজো। বহু জায়গায় ধুমধাম করে উৎসব পালন করা হচ্ছে। আর বিশ্বকর্মা পুজো (Viswakarma Puja 2022) মানেই ঘুড়ি ওড়ানো। সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই এই উৎসবে সামিল হয়েছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে বিশ্বকর্মা পুজো উদযাপন থেকে ঘুড়ি ওড়ানোর ছবিতে ছয়লাপ। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও (Shiboprosad Mukherjee) এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘুড়ি ওড়ানোর নানা ছবি পোস্ট করেছেন। তাঁর পোস্ট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে ঘুড়ি ওড়ানোর উৎসবে মেতে উঠেছে টিম 'হামি টু'। ছবির ছোট বড় সমস্ত কলাকুশলীদের হাতে লাটাই। আর তাঁদের চোখ আকাশে ওড়া ঘুড়িতে। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'হামি হামি হামি ২'। পরিচালকের ছবিতে আপ্লুত নেট নাগরিকরা। তাঁরাও যে জনপ্রিয় ছবি 'হামি'র সিক্যুয়েলের জন্য অপেক্ষা করে রয়েছেন, তা বুঝিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে। কোনও অনুরাগী কমেন্টে লিখেছেন, 'দারুণ। অপেক্ষায় দাদাভাই।' আবার কেউ লিখেছেন, 'খুব সুন্দর'।



প্রসঙ্গত, চলতি বছর ফ্রেন্ডশিপ ডে-তে নতুন পোস্টার শেয়ার করা হয় 'হামি টু' ছবির। পোস্টারে দেখা যাচ্ছে অ্যানিমেশনে শিশুদের ছোঁয়া। চাঁদ-তারা-মেঘের মাঝে শিশুদের হাসির ভেলা। সাজপোশাক দেখে আন্দাজ, এই ছবিতে কি তবে মিলবে সাম্প্রদায়িক সম্প্রীতির আভাস? সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'হামির জগতে নো ঝগড়াঝাঁটি নো রাগ, শুধু ভালোবাসা আর টিফিন হবে ভাগ... নেই কোন কম্পিটিশন কেউ নয় শত্রু, হামির জগতে সবাই সবার খুব ভালো বন্ধু!'