কলকাতা: স্কুলের পোশাক। গাঢ় নীল প্যান্ট-স্কার্ট, সাদা শার্টে সেজেছেন ছবির নায়ক নায়িকা। গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury) আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)। সঙ্গে তিন খুদে। ঋতদীপ সেনগুপ্ত (Rwitodeep Sengupta), শ্রেয়ান সাহা (Shreyan Saha) ও অরিত্রিকা চৌধুরী (Aritrika Chowdhury)।                                                                                                           


লাল হুডখোলা গাড়ি সাজানো লাল বেলুন দিয়ে। তাতে চেপেই প্রিমিয়ারে পৌঁছল টিম 'হামি ২'। তবে শুধু পর্দার লাল্টু আর মিতালি নয়, প্রিমিয়ারে হাজির ছিলেন মনামী ঘোষ (Monami Ghosh), তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty) সহ অন্যান্য তারকারাও।           


লাল্টু ও মিতালীর চরিত্রে ফের দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও গার্গী রায়চৌধুরীকে। তবে শুধুই বন্ধুত্বের গল্প নয়, এই ছবি এক মধ্যবিত্ত পরিবারে হঠাৎ প্রচারের আলোয় উঠে আসা, টাকা কীভাবে বদলে দেয় সম্পর্কের সমীকরণ, সবই তুলে ধরা হয়েছে ছবিতে। কিন্তু খুদেরা? তারা এত জটিল বিষয় বোঝে না। তাদের ভাঁড়ারে যা থাকে, তা কেবলই ভালবাসা, বন্ধুত্ব। সেই গল্পই ফুটিয়ে তোলা হয়েছে 'হামি ২' -তে।                                                                                                                                                                                     


আরও পড়ুন: Year Ender 2022: জিতু, সত্যম, চঞ্চল, ২০২২ সালে অভিনয়ে নজর কাড়লেন যে বাঙালি প্রতিভারা       


দুই ভাইয়ের চরিত্রে দেখা যাবে ঋতদীপ আর শ্রেয়ানকে। ছবিতে তাদের চরিত্র যেমন তুলে ধরা হয়েছে, বাস্তবেও ঠিক তেমনই যেন তারা। একজন পড়াশোনায় ডুবে থাকতে ভালবাসে, আর অন্যজন বেশ দুষ্টু। গোটা ছবির শ্যুটিংয়ে এই দুই খুদেকে সামলাতে হয়েছিল গার্গীকে। অভিনেত্রী আরও জানান, অরিত্রিকাকে রুকসানার চরিত্রের জন্য পছন্দ হয় অনেকটা দেরিতে। অডিশন চলাকালীন যেন কোনও মেয়েকেই পছন্দ হচ্ছিল না পরিচালক নন্দিতার। শেষমেষ খুদে অরিত্রিকাকেই মনে ধরে পরিচালকের। এই তিন খুদের নিষ্পাপ সমীকরণেই জমে উঠেছে 'হামি ২' -এর গল্প।