Silverline Electric Bikes: পেট্রলের দাম বৃদ্ধি পাওয়ায় চাহিদা বেড়েছে ইলেকট্রিক টু-হুইলারের।বাইক বিক্রির পরিসংখ্যান বলছে, দেশের মানুষ ক্রমাগত বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। সেই ক্ষেত্রে দু-চাকার বৈদ্যুতিক যানের চাহিদা রয়েছে সবচেয়ে বেশি। এই কারণে ওলা, হিরো, ওকিনাওয়া ও এথারের মতো অনেক ব্র্যান্ড তাদের ইলেকট্রিক টু-হুইলারের অনেক মডেল বাজারে এনেছে। কিন্তু এখনও মানুষ বাজারে রয়্যাল এনফিল্ড ও স্প্লেন্ডারের মতো সবচেয়ে পছন্দের বাইকের জন্য অপেক্ষা করছে।
আপনি জেনে অবাক হবেন, কোম্পানি এই বাইকগুলির ইেলকট্রিক সংস্করণ বাজারে আনার আগেই আপনি তা পেতে পারেন। আপনিও যদি ইলেকট্রিক রয়্যাল এনফিল্ডের মতো বাইক কিনতে চান, তাহলে বিহারের একটি কোম্পানি আপনার শখ পূরণ করতে পারে। এই কোম্পানিটি তার ওয়েবসাইটে অনলাইনে বাজারের কিছু জনপ্রিয়
বাইককে বৈদ্যুতিক সংস্করণে পরিবর্তন করে বিক্রি করছে, যেগুলো আপনি কিনতে পারেন।
Royal Enfield Electric: ইলেকট্রিক রয়্যাল এনফিল্ড বুলেট
যে কোম্পানি ইলেকট্রিক সংস্করণে বাইকটি তৈরি করে তার নাম সিলভারলাইন। কোম্পানি তাদের ওয়েবসাইটে রয়্যাল এনফিল্ড বুলেটকে ইলেকট্রিক বাইক হিসেবে বিক্রি করছে। এর নাম দেওয়া হয়েছে লাভ প্লাস। এই বাইকে একটি 72V/48AH ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যেটি একবার চার্জ করে 150 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় 120 কিলোমিটার। আপনি মাত্র 2,000 টাকায় এই বাইকটি বুক করতে পারেন। কোম্পানি এর দাম নির্ধারণ করেছে 1,51,999 টাকা।
Hero Passion Pro Electric: হিরো প্যাশন প্রো ইলেকট্রিক
এই কোম্পানিটি অগ্নি প্লাস নামে একটি বৈদ্যুতিক সংস্করণে Hero Passion Pro বিক্রি করে। বাইকটিতে একটি 72V/48AH ব্যাটারি প্যাক রয়েছে, যা এই বাইককে 150 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় 90 কিলোমিটার। এটি 2000 টাকায় বুক করা যেতে পারে, যেখানে এর দাম রাখা হয়েছে 1,25,999 টাকা।
আরও অনেক বাইক পাওয়া যায়
কোম্পানি তার ওয়েবসাইটে ইয়ামাহার R 15 ও অনেক বৈদ্যুতিক যান সহ অন্যান্য অনেক জনপ্রিয় বাইক তালিকাভুক্ত করেছে। কোম্পানির সর্বনিম্ন দামে একটি মোপেডও পাবেন। যার দাম মাত্র 56,000 টাকা। এক চার্জে ৭০ কিমি রেঞ্জ দেয় এই মোপেড।
আরও পড়ুন : Harley-Hero Bikes: হাত মিলিয়েছে হিরো-হার্লে, শীঘ্রই আসছে ৩৫০,৫০০ সিসির বাইক
Car loan Information:
Calculate Car Loan EMI