কলকাতা: তিন খুদেকে নিয়ে লাল্টু মিতালির জুটি এবার চিড়িয়াখানায়! শীতের আমেজ মেখে ঘুরে দেখা হল চিড়িয়াখানার পশুপাখি। শিম্পাঞ্জি বাবুকে দেখে তো দারুণ খুশি তিন ছোট্ট অভিনেতা অভিনেত্রী। আর তাদের বাবা-মায়ের মতোই সামলে, আগলে ঘুরে বেড়ালেন অভিনেতা, পরিচালক, প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও  অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury)।                                                                                                                                                                           


২৩ তারিখ আসছে 'হামি ২' (Haami 2)। আর তার আগে, ছবির ৩ খুদে তারকা, ঋতদীপ সেনগুপ্ত (Ritodeep Sengupta), শ্রেয়ান সাহা (Shreyan Saha) ও অরিত্রিকা চৌধুরী (Aritrika Chowdhuri)দের নিয়ে চিড়িয়াখানা ঘুরে দেখলেন শিবপ্রসাদ-গার্গী। বাঙালি মধ্যবিত্ত পরিবার শীতকালে চিড়িয়াখানায় যাবে না তাও কি হয়! ঘুরতে গিয়েও যেন ছবির চরিত্র সবাই। এক এক করে খাঁচার পশুপাখির সামনে নিয়ে গিয়ে চিনিয়ে দিলেন সব।                                                                                                                                                           


আরও পড়ুন: Virat Kohli: 'তোমায় পাওয়া আমার কাছে আশীর্বাদের মতো', বিবাহবার্ষিকীতে লিখছেন বিরাট


 


চিড়িয়াখানার শিম্পাঞ্জি বাবুকে দেখে দারুণ খুশি খুদেরা। ইতিমধ্যেই সবাই জানেন, এই শিম্পাঞ্জিটিকে দত্তক নিয়েছেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta) ও সপ্তর্ষী মৌলিক (Saptarshee Maulick)। সেই কথাও তিন খুদেকে শিখিয়ে দিলেন শিবপ্রসাদ। প্রযোজনা সংস্থা উইন্ডোজের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে একটি ছোট্ট ভিডিও। আর সেই ভিডিও শেষ হয় লাল্টু মিতালির তিন খুদেকে নিয়ে খেতে যাওয়ার দৃশ্যতে।