আবির দত্ত: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের কিংপিন মণিপুরের দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদ (Murshidabad) থেকে এক মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএ (STF)। রঘুনাথগঞ্জ থেকে উদ্ধার হয়েছে ৫০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য কোটি টাকার কাছাকাছি। এর আগে শুক্রবার জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ থেকে মণিপুরের এক দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। উদ্ধার হয় ২ কেজি হেরোইন ও ব্রাউন সুগার। যার দাম কয়েক কোটি টাকা। পুলিশ জানিয়েছে, মণিপুর থেকে উত্তরবঙ্গ হয়ে মাদক পাচার করা হচ্ছিল। ওই তিনজনকে জেরা করেই লালগোলা থেকে মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। 


ভাঙড়ে উদ্ধার হল তাজা বোমা: অন্যদিকে বারুইপুরে বোমাবাজির পরদিন সকালেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে উদ্ধার হল তাজা বোমা! বোমা ভর্তি একটি বাজারের ব্যাগ রাখা ছিল চাষের জমিতে। কৃষকরা বোমা দেখতে পেয়ে খবর দেন পুলিশকে। এই ইস্যুকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠছে ভাঙড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। শুরু হয়েছে চাপানউতোর। 


কার্যত বারুদের স্তূপে ভাঙড়!এবার চাষের জমিতেও মিলল তাজা বোমা! অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকজন কৃষক! কেটে কেটে একলাইন বাইট - নাম বলানো আছে, প্রত্যক্ষদর্শী। শনিবার সকালে ভাঙড়ের ভোগালিতে, জমিতে কাজ করতে যান কয়েকজন কৃষক।হঠাৎ তাঁদের নজরে পড়ে এই ব্যাগ!ব্যাগের মধ্যে ছিল বেশ ৪টি তাজা বোমা!


খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশ। ডাকা হয় বম্ব স্কোয়াডকে। শুক্রবার রাতে বারুইপুরে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে! আর শনিবার সকালে সেখান থেকে ৩৫ কিলোমিটার দূরে ভাঙড়ের ভোগালিতে উদ্ধার হয় বোমা! সামনে পঞ্চায়েত ভোট। তার আগে একের পর এক ঘটনা ঘিরে উত্তাপ চড়ছে ভাঙড়ে!


সম্প্রতি ভাঙড়ের নাটাপুকুরে বোমা তৈরির কারখানার হদিশ মেলে! উদ্ধার হয় বোমা তৈরির বিপুল সরঞ্জাম! সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভাঙড়ের প্রাণগঞ্জে তৃণমূল নেতার বাড়িতে গুলি-বোমা নিয়ে হামলা হয়। উদ্ধার হয় তাজা বোমা!এই পরিস্থিতিতে ভাঙড়ের ভোগালিতে বোমা উদ্ধারের ঘটনা আতঙ্ক বাড়াচ্ছে গ্রামবাসীদের! পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অস্ত্র-বোমা উদ্ধার হয়েই চলেছে। ঘটছে বিস্ফোরণ, যাচ্ছে প্রাণ, রক্তাক্ত হচ্ছে শৈশব। এই প্রেক্ষাপটেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।