কলকাতা: এই গল্প এক খুদের । ছোটবেলা থেকেই মায়ের সঙ্গ না পাওয়ায় তাঁর শৈশব যখন পঙ্গু হয়ে যেতে বসেছে, এই গল্পের শুরু ঠিক তখন থেকেই । কার্যত মেয়ের জন্যই ফের জীবনসঙ্গীর কথা ভাবতে বাধ্য হয় তার বাবা । আর তারপর? সেই বাবার জীবনে দুই নারীর আগমন আর সম্পর্কের গল্পকে নিয়ে এগিয়ে চলা একটি ছবি । মুক্তি পেল রাজা চন্দ (Rana Chanda) পরিচালিত নতুন ছবি হার মানা হার (Haar Mana Haar)-এর পোস্টার ।
রাজা চন্দের এই ছবির হাত ধরেই ১৩ বছর পরে ফের একসঙ্গে ফিরছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও পায়েল সরকার (Paayel Sarkar) । এই ছবিতে সোহমের মেয়ের ভূমিকায় অভিনয় করেছে খুদে অভিনেত্রী সিলভিয়া দে (Sylvia Dey) । এছাড়াও এই ছবিতে রয়েছেন আয়ুষী তালুকদার, সুদীপ্তা চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Ayoshi Talukdar, Sudipta Chakraborty and Prantik Banerjee) । আগামী ১৬ সেপ্টেম্বর (16 September) মুক্তি পাবে এই ছবি ।
ইতিমধ্যেই ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন কলাকুশলীরা। গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন.. ছোটবেলা থেকেই মাকে ছাড়া বড় হচ্ছে একরত্তি মিষ্টি। বয়সের সঙ্গে সঙ্গে যেন তার জীবনে আরও বেশি করে দাগ কাটে মায়ের না থাকাটা। পরিবারের সবার সঙ্গে এমনকি বাবাও পরও রাগ হয় মিষ্টির, ব্যবহারে পরিবর্তন আসতে থাকে।
মিষ্টির বাবার ভূমিকায় দেখা যাবে সোহমকে। মেয়ের জন্যই ফের একজন জীবনসঙ্গীর কথা ভাবে সোহমের চরিত্র। যে একাধারে মিষ্টির মা হয়ে উঠতে পারবে, অন্য়দিকে সামলাতে পারবে সংসারও। সামাজিক এই গল্পে রয়েছে পারস্পরিক সম্পর্কে সমীকরণ, ভালোবাসার ছোঁয়াও।