মুম্বই: মারা গেলেন খ্যাতনামা অভিনেতা নরেন্দ্র ঝা। রইস, কাবিল, মহেঞ্জোদড়ো, হায়দারের মত ছবিতে তাঁর অসামান্য অভিনয় দর্শকের নজর কেড়েছিল। আজ ভোরে মুম্বইয়ের ওয়াডার খামারবাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
নরেন্দ্রর বয়স হয়েছিল মাত্র ৫৫। তাঁর পরিবারসূত্রে খবর, অসুস্থতার জেরে খামারবাড়িতে এসে থাকছিলেন তিনি। সেখানেই আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হন।
ছোট পর্দায় কেরিয়ার শুরু করেন এই অভিনেতা। শান্তি, ইতিহাস, ক্যাপ্টেন হাউস, শ্যাম বেনেগালের স্বাভিমান, কমেডি শো বেগুসরাই ও ছুঁনা হ্যায় আসমান সিরিয়ালে তাঁর অভিনয় উচ্চ প্রশংসিত হয়। চলে আসেন বড় পর্দায়। বিশাল ভরদ্বাজের হায়দারে শাহিদ কপূরের বাবার চরিত্রে অভিনয় করেন। রইসে হয়েছিলেন মদ বিক্রেতা মুসা ভাই। প্রভাসের সাহোতেও দেখা যাবে তাঁকে।
হৃতিক রোশন থেকে সোনু সুদ, পরিচালক রাহুল ঢোলাকিয়া, হনসল মেহতা- তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বলিউড।
[embed]https://twitter.com/iHrithik/status/973845709152751616[/embed]
[embed]https://twitter.com/SonuSood/status/973782741555740672[/embed]
[embed]https://twitter.com/ektaravikapoor/status/973792878551031810[/embed]
[embed]https://twitter.com/mehtahansal/status/973788002785906688[/embed]
[embed]https://twitter.com/rahuldholakia/status/973789591332380672[/embed]
মাত্র ৫৫ বছর বয়সে মারা গেলেন রইসের 'মুসা ভাই', অভিনেতা নরেন্দ্র ঝা
ABP Ananda, Web Desk
Updated at:
14 Mar 2018 02:58 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -