নয়াদিল্লি: বলি অভিনেতা শাহিদ কপূরের অভিনয় দক্ষতায় মুগ্ধ আট থেকে আশি। সমালোচকদের মতে তাঁর অভিনয়ের মধ্যে বৈচিত্র্য আছে। বিভিন্ন ছবিতে তিনি বিভিন্নভাবে নিজেকে বদলেছেন চরিত্রের স্বার্থে। তাঁর বিখ্যাত কিছু ছবি হল 'জব উই মেট', 'উড়তা পঞ্জাব' ইত্যাদি। তবে এই সব ছবির মধ্যে অন্যতম সেরা অভিনয় তিনি করেছিলেন বিশাল ভরদ্বাজের 'হায়দার' ছবিতে। উইলিয়াম শেক্সপিয়রের জনপ্রিয় ট্র্যাজেডি 'হ্যামলেট'-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছিল 'হায়দার'। এই ছবির পরে বিভিন্ন জায়গা থেকে প্রশংসিত হয় তাঁর অভিনয়।


আজ সেই ছবি মুক্তির ৬ বছর পূর্ণ হল। শাহিদ কপূর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করলেন সিনেমার কিছু ছবি এবং সঙ্গে এক আবেগঘন ক্যাপশন। অভিনেতা লেখেন, তিনি চিরকাল এই ছবিটির কাছে 'ঋণী' হয়ে থাকবেন, কারণ এই ছবির মাধ্যমেই তিনি নিজেকে অভিনেতা হিসেবে নতুন করে খুঁজে পেয়েছেন। 


 






ক্যাপশনটি তিনি শুরু করেন 'হ্যামলেট'-এর বিখ্যাত সংলাপ 'টু বি অর নট টু বি' দিয়ে। সবশেষে লেখেন, 'হায়দার, তুমি আমাকে খুঁজে পেতে সাহায্য করেছ। সবসময় তোমার কাছে ঋণী থাকব।'


শাহিদ কপূর ছাড়াও এই বিখ্যাত ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তাব্বু, প্রয়াত অভিনেতা ইরফান খান, কে কে মেনন, শ্রদ্ধা কপূর।