কলকাতা:  গুরুতর অসুস্থ পরিচালক হনসন মেটা (Hansal Mehta)। বৃহস্পতিবার সকালে নিজের অসুস্থতার খবর ট্য়ুইট করে জানান 'স্কুপ' পরিচালক। পাশাপাশি এই অসুস্থতার জন্য় সরাসরি মুম্বইয়ের পানীয় জলকে দায়ী করেছেন পরিচালক। 


পরিচালক (Hansal Mehta) ট্য়ুইটারে লিখেছেন,'আজ সকালে আমার পেটে ভয়ানক সংক্রমণ হয়েছে। কিছু খাওয়ার আগেই আমি আক্রান্ত হয়েছি। ডাক্তারের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছিলেন যে এই একই লক্ষণ সহ কমপক্ষে ১০ জন করে রোগীকে তিনি দেখছেন এবং তাঁদের মধ্য়ে  কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে।  এই ধরণের সংক্রমণ আমাদের পানীয় জলে থেকেই হচ্ছে বলে মনে হচ্ছে।' 



এই পোস্টে পরিচালক হনসল মেটা (Hansal Mehta) রাজ্যের অন্যান্য নেতাদের মধ্যে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (বিএমসি), সিএম একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফড়নবীসকে ট্যাগ করেছেন। তিনি আরও লেখেন, “এটা হাস্যকর যে একটি শহর যা দেশের আর্থিক রাজধানী এবং একটি রাজ্যের রাজধানী যেখানে দুইজন ডেপুটি সিএম রয়েছে, আর তাঁরা নাগরিকদের মৌলিক বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে পারে না। অতল রাস্তা, বিকল যানবাহন, বন্যার জন্য প্রস্তুতির অভাব এবং আমাদের বিপর্যস্ত পরিকাঠামোর অবস্থার কথা না বললেই নয়। এই মুম্বাই এবং এটি এমন লোকদের দ্বারা চালিত হয় যারা কেবল এর নাগরিকদের সম্পর্কে ভাবে না। এঁরা কেবল ক্ষমতা এবং তাঁদের নিজস্ব কোষাগার পূরণের যত্ন নেয়। লজ্জাজনক অবস্থা। @mybmc @mieknathshinde @Dev_Fadnavis @AjitPawarSpeaks @AUThackeray।"


আরও পড়ুন...


অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে যান আপনি? সর্বক্ষণ শরীরে থাকে ঝিমানি ভাব? সমস্যা এড়াতে রোজ কী কী করতে পারেন


পরিচালকের (Hansal Mehta) এই ট্য়ুইট অনেকেই রিট্য়ুইট করেছেন, এবং সহমত পোষণ করেছেন। অনেক অনুরাগীরা তাঁর তাড়াতাড়ি সেরে ওঠার কামনা করে কমেন্টে উল্লেখ্য়ও করেছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial