মুম্বই: আগামীকাল অর্থাৎ ৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অভিনেত্রী হংসিকা মোতওয়ানি (Hansika Motwani)। তার আগে ইতিমধ্যেই তাঁর মেহেন্দির ছবি প্রকাশ্যে এসেছে। এবার তাঁকে দেখা গেল হবু স্বামীর সঙ্গে সুফি নাইটে মগ্ন থাকতে। অভিনেত্রীর ফ্যান ক্লাবের পক্ষ থেকে নেট দুনিয়ায় বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
হবু স্বামীর সঙ্গে সুফি নাইটে মেতে হংসিকা-
এদিন হংসিকা মোতওয়ানির ফ্যান ক্লাবের পক্ষ থেকে নেট দুনিয়ায় বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। যেগুলিতে দেখা যাচ্ছে, প্রি ওয়েডিং ফেস্টিভ্যালে মেতে রয়েছেন অভিনেত্রী। হাতে তাঁর মেহেন্দি। পরনে ঐতিহ্যবাহী পোশাক। আর হবু স্বামীর সঙ্গে নাচে মগ্ন হংসিকা। রাজস্থানের জয়পুরে বসেছে তাঁর বিয়ের আসর। প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে সেখানেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি।
আরও পড়ুন - Shah Rukh Khan: মক্কায় গিয়ে উমরাহ করলেন শাহরুখ খান