মুম্বই: গত বছরের একেবারে শেষে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী হংসিকা মোটওয়ানি (Hansika Motwani)। প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করেন। ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে তাঁদের রূপকথার মতো বিয়ে। জানা যায়, হংসিকার স্বামী সোহেলের এটি দ্বিতীয় বিবাহ। এর আগে রিঙ্কি নামে এক মহিলার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৪ সালে তাঁরা বিয়ে করলেও তা স্থায়ী হয়নি। বিবাহবিচ্ছেদ হয় দুজনের। এমনও জানা যায় যে, রিঙ্কির বন্ধু ছিলেন হংসিকা। বিয়ের ডকু সিরিজ 'লভ শাদি ড্রামা'তে নিজের জীবন সম্পর্কে অনেক তথ্য তুলে ধরেন অভিনেত্রী।


'লভ শাদি ড্রামা'তে বিয়ে, সম্পর্ক প্রসঙ্গে হংসিকা-


নেট দুনিয়ায় অভিনেত্রী হংসিকাকে ঘিরে কটাক্ষ শুরু হয়, যখন সামনে আসে এই তথ্য যে, রিঙ্কির সঙ্গে স্বামী সোহেলের প্রথম বিয়েতে হাজির ছিলেন তিনি। এরপর সেই বিয়ে ভেঙে যায়। সোহেল ও রিঙ্কির ব্রেকআপ প্রসঙ্গে হংসিকা জানান যে, এক্ষেত্রে তাঁর কিছুই করার ছিল না। অভিনেত্রী বলছেন, 'আমি সেই সময় সেই ব্যক্তিকে (সোহেল কাঠুরিয়া) চিনতাম মানেই যে আমার কারণে ওদের বিয়ে ভেঙেছে, এটা সঠিক নয়। আমার এক্ষেত্রে কিছু করার ছিল না। কারণ, আমি সেই সময় পাবলিক ফিগার। সাধারণ মানুষের পক্ষে আমার দিকে আঙুল তুলে আমাকে দোষী বানিয়ে দেওয়া খুবই সহজ একটা কাজ। তারকা হওয়ায় সেই দাম আমাকে চোকাতে হয়েছে।'


হংসিকাকে সমর্থন করে সোহেল বলেন, 'আমার প্রথম বিয়ের প্রসঙ্গ যখন সামনে আসে, তা সম্পূর্ণ সঠিকভাবে আসেনি। বলা হচ্ছে, হংসিকার জন্য আমার প্রথম বিয়ে ভেঙেছে। যা একেবারেই সঠিক নয়। ২০১৪ সালে আমার প্রথম বিয়ে হয়েছিল। যা খুব কম দিনের জন্য স্থায়ী ছিল। কিন্তু যেহেতু আমরা বন্ধু ছিলাম, তাই অনেক ছবিই সামনে এসেছিল যে, হংসিকা আমাদের বিয়েতে এসেছিল। আর সেটাই এখন ছড়িয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে।'


আরও পড়ুন - Tu Jhoothi Main Makkaar: সিঙ্গলদের জন্য স্পেশাল! প্রকাশ্যে নতুন গান 'পেয়ার হোতা কয়ি বার হ্যায়'


প্রসঙ্গত, গত ৪ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন হংসিকা মোতওয়ানে এবং সোহেল কাঠুরিয়া। বিয়ের ছবি পোস্ট করে হংসিকা লেখেন, 'এখন এবং চিরকালের।' বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বিয়েতে বিপুল পরিমাণে খরচ করেছেন এই দম্পতি। বিয়েতে সোহেল এবং হংসিকার পোশাক থেকে সমস্ত কিছু দেখেই আন্দাজ করা যাচ্ছে, মোটা টাকা খরচ করা হয়েছে। কিন্তু সেই অঙ্কটা কত জানা আছে? সূত্রের খবর, রূপকথার মতো বিয়ের আয়োজনে ২০ কোটি টাকা খরচ করেছেন হংসিকা এবং সোহেল। 


অন্যদিকে, পেশাগত দিকেও অত্যন্ত ব্যস্ত রয়েছেন হংসিকা মোটওয়ানি। গত বছর তাঁর ৫০তম ছবি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। সামনে তাঁরা আরও বেশ কিছু ছবিতে দেখা যেতে চলেছে।