মুম্বই: আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণী জন্মদিন। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় নায়িকাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা। শুভেচ্ছাবার্তার তালিকায় বাকি নেই ইন্ডাস্ট্রির অন্যরাও। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও।
সম্প্রতি তাঁদের নতুন ছবি 'শের শাহ'-র ট্রেলার এবং ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। ছবিতে কার্গিল যুদ্ধে শহিদ হওয়া ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায় অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। এবং তাঁর প্রেমিকা ডিম্পল চিমার ভূমিকায় দেখা যাবে কিয়ারা আডবাণী কে। পর্দায় তাঁদের মধ্যে সম্পর্ক যেমনই দেখানো হোক না কেন, বলিউডের আনাচে কানাচে কান পাতলেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তাই সিদ্ধার্থ মালহোত্রার শুভেচ্ছা বার্তা খানিকটা নজর যে কাড়বে, তা বলাই বাহুল্য।
'গুড নিউজ' নায়িকা কিয়ারা আডবাণীর জন্মদিনে সিদ্ধার্থ মালহোত্রা সোশ্যাল মিডিয়ায় খুব মিষ্টি একটি বার্তা দিয়েছেন, অভিনেত্রীকে 'কি' সম্বোধন করে লিখেছেন, 'শুভ জন্মদিন কি। তোমার সঙ্গে 'শের শাহ'-র যাত্রা এক কথায় অনবদ্য। এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এমনভাবে ভালো থেকো। অনেক ভালোবাসা।' এই শুভেচ্ছাবার্তার সঙ্গে হ্যাশট্যাগ হ্যাপি বার্থ ডে কিয়ারা আডবাণী আর একটা ভালোবাসার ইমোজি জুড়ে দিতে ভোলেননি।
কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রার সম্পর্কের কথা বলিউডের 'ওপেন সিক্রেট'। সোশ্যাল মিডিয়ায় দুই অভিনেতার পোস্ট তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও খানিকটা ইন্ধন যোগায়।
প্রসঙ্গত, কিয়ারা আডবানিকে খুব শীঘ্রই কার্তিক আরিয়ান এবং তব্বুর সঙ্গে 'ভুল ভুলাইয়া ২' ছবিতে দেখা যাবে। এরই সঙ্গে আজ সোশ্যাল মিডিয়ায় দিল রাজুর শ্রী ভেঙ্কটেশ ক্রিয়েসানের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, তাঁদের আগামী প্রোজেক্টে কাজ করবেন কিয়ারা। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে প্রযোজনা সংস্থার তরফ থেকে লেখা হয়, 'আমাদের এই যাত্রায় আমাদের সঙ্গে হাত মেলাচ্ছেন কিয়ারা'। ২৯ তম জন্মদিনে নায়িকা হাত মেলালেন পরিচালক রাম চরণ শঙ্করের সঙ্গে। আগামী মেগা প্রোজেক্ট প্যান ইন্ডিয়া ফিল্মসয়ে শঙ্করের সঙ্গী হবেন 'কবীর সিং' অভিনেত্রী।