মুম্বই: অভিনেত্রী শিল্পা শেট্টির পাশে দাঁড়িয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন বলিউড পরিচালক হংসল মেহতা। পর্নকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে জুলাই মাসেই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। ঘটনার সময়ে থেকেই আলোচনায় শিল্পা। স্বামীর কাজের সঙ্গে তাঁর কোনও যোগ আছে কিনা খতিয়ে দেখতে তাঁকেও জেরা করা হয়।


স্বামীর গ্রেফতারের পর থেকে সোশ্যাল মিডিয়ায় নেহাত কম কটূ কথা শুনতে হয়নি নায়িকাকে। এবার তাঁর দিকে সাহায্যের হাত বাড়ালেন 'আলিগড়' ছবির পরিচালক হংসল মেহতা। নিজের টুইটার হ্যান্ডলে শুক্রবার  ক্ষোভ উগড়ে দেন পরিচালক। 'শিল্পার পাশে দাঁড়াতে না পারেন, তাঁকে একা ছেড়ে দিন' লিখছেন হংসল। অযথা তাঁর ব্যক্তিগত ব্যাপারে মন্তব্য না করার বার্তা নিজের বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন তিনি। 


হংসলের বক্তব্য, শিল্পাকে তাঁর প্রাপ্য গোপনীয়তাটুকু বজায় রাখতে দিন। তাঁর আরও মন্তব্য, পাবলিক ফিগার হলে কোনওকিছু  প্রমাণের আগেই আমরা তাঁকে দোষী সাব্যস্ত করে ফেলি। 'শিল্পার পাশে দাঁড়াতে না পারলে তাঁকে একা ছেড়ে দিন এবং আইনকে নিজের সিদ্ধান্ত নিতে দিন।' 


একইসঙ্গে বলিউডের অন্যান্য সেলেব্রিটিদের 'নীরবতা' নিয়েও কটাক্ষ করেন পরিচালক। তাঁর মতে 'এই নীরবতা একটা প্যাটার্ন'। তাঁর সোজাসুজি কটাক্ষ, কারও সুসময়ে সবাই পাশে থাকেন। কিন্তু কারও খারাপ সময়ে সকলে একেবারে নীরব। প্রায় 'একঘরে' করে দেওয়া হয় বলে তাঁর মন্তব্য। আসল সত্য প্রকাশ পাওয়ার আগেই যা ক্ষতি হওয়ার হয়ে যায়। এরই সঙ্গে গসিপ বা ভুয়ো খবর তো আছেই।


উল্লেখ্য, কিছু দিন আগেই শিল্পা শেট্টি বম্বে হাইকোর্টের কাছে বিভিন্ন মিডিয়া সংস্থা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভুল, বিদ্বেষমূলক ও অপমানজনক কন্টেন্ট প্রকাশ নিয়ন্ত্রণের দাবি জানান। এছাড়া মানহানির মামলা করে ২৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন নায়িকা। এই সমস্ত খবরের জন্য তাঁর মানহানি হচ্ছে যা তাঁর জীবনে 'অপূরণীয় ক্ষতি'। তাঁর নামে প্রকাশিত অপমানজনক কন্টেন্ট সরিয়ে নিতে ও শর্তহীন ক্ষমার দাবি করেছেন তিনি।