মুম্বই: বলিউডের কয়েক দশক ধরে সঙ্গীত জগতে কিংবদন্তী লতা মঙ্গেশকর। আজ তাঁর জন্মদিন। বোন আশা ভোঁসলেও সমান প্রতিভাবান। দুই বোনের সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা হয় হামেশাই। কথিত আছে, আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকরের মধ্যে সম্পর্ক ভালো নয়। আজ জন্মদিনে জেনেন নিন দুই বোন সম্পর্কে কিছু অজানা কথা।
লতার ৯১তম জন্মদিনে একটি সাক্ষাৎকারে আশা বলেছিলেন, 'আমরা খুব কম সঙ্গীত নিয়ে কথা বলি। আমরা একই পরিবারের ফলে বাড়ির কথা হয়। দেখা হলে গান নিয়ে কথা খুব কম। জন্মদিনে তাঁকে অনেক শুভেচ্ছা।' তিনি আরও জানান, 'আমাদের ব্যক্তিগত ওকর্মজীবন নিয়ে আমি খুব সতর্ক। আমি চাই না আমার কথা কোনও সিনেমার বিষয় হয়ে উঠুক।'
একবার গুলজার তাঁদের ২ বোনকে নিয়ে কি বলেছিলেন সেকথাও বলেন আশা।বলেছেন, ' গুলজার একবার আমাদের ২ জনের সম্পর্কে লিখেছিলেন, ১৯৬৯ সালে ২ জন চাঁদে পা রেখেছিলেন। প্রথমজনের সাফল্য উৎযাপন করা হয় কিন্তু দ্বিতীয় জনের তেমন নয়। তোমার দিদি পৃথিবীতে প্রথম এসেছেন। তুমি তার পরে পৃথিবীতে এসছো তাই তোমায় সবসময়ই তুলনা করা হবে।'
সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন লতা মঙ্গেশকর। সেইসময় আবেগপ্রবণ বার্তা দিয়েছিলেন বোন আশা।
'দেখা হলে গান নিয়ে কথা বলি না', লতা মঙ্গেশকরের সঙ্গে সম্পর্ক নিয়ে অজানা কথা আশার মুখে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Sep 2020 07:13 PM (IST)
বলিউডের কয়েক দশক ধরে সঙ্গীত জগতে কিংবদন্তী লতা মঙ্গেশকর। আজ তাঁর জন্মদিন। বোন আশা ভোঁসলেও সমান প্রতিভাবান। দুই বোনের সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা হয় হামেশাই। কথিত আছে, আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকরের মধ্যে সম্পর্ক ভালো নয়। আজ জন্মদিনে জেনেন নিন দুই বোন সম্পর্কে কিছু অজানা কথা।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -