দুবাই: আজ আইপিএল-এ বিরাট কোহলি-রোহিত শর্মার লড়াই। মুখোমুখি সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক। আজ তাঁরা অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবেন।


এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। তার মধ্যে প্রথম ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছেন রোহিতরা। অন্যদিকে, বিরাটের আরসিবি-ও এবারের আইপিএল-এ দু’টি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারালেও, দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হেরে গিয়েছে বিরাটের দল। ফলে আজ তাঁদের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই।

আইপিএল-এ সাফল্যের খতিয়ানে মুম্বইয়ের সঙ্গে ব্যাঙ্গালোরের কোনও তুলনা হয় না। চারবারের চ্যাম্পিয়ন রোহিতরা। সেখানে একবারও ট্রফি জিততে পারেনি ব্যাঙ্গালোর। মুখোমুখি লড়াইয়েও অনেক এগিয়ে মুম্বই। দু’দল এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৭ বার। তার মধ্যে ১৮টি ম্যাচই জিতেছে মুম্বই। ৯টি ম্যাচ জিতেছে ব্যাঙ্গালোর। এই ২৭টি সাক্ষাতের মধ্যে অবশ্য ২৫টি আইপএল-এ আর দু’টি চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ প্রতিযোগিতায়। চ্যাম্পিয়ন্স লিগে দু’টি লড়াইয়েই জয় পায় মুম্বই। দু’দলের শেষ পাঁচটি লড়াইয়ের হিসেবেও এগিয়ে রোহিতরা। তাঁরা চারটি ম্যাচ জিতেছেন এবং বিরাটরা মাত্র একটি ম্যাচ জিতেছেন। আইপিএল-এ গত মরসুমে দু’দলের দু’টি লড়াইয়েই জয় পায় মুম্বই।

ভারতের বাইরে দু’দলের লড়াইয়ে অবশ্য এগিয়ে ব্যাঙ্গালোর। দক্ষিণ আফ্রিকায় ২০০৯ সালের আইপিএল-এ দু’দল একটি করে ম্যাচ জেতে। ২০১৪ সালের আইপিএল-এ দুবাইয়ের ম্যাচটি জেতে আরসিবি।