নয়াদিল্লি: খাতায় কলমে তিনি পৌঁছলেন চল্লিশে। তবে তাঁর রূপের ছটা দেখে তা বোঝার উপায় নেই বিন্দু মাত্র। তিনি আজও সমান দক্ষতায় দেশ-বিদেশের অজস্র নারী-পুরুষের মনে জায়গা করে নেন সহজেই। তিনি প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) বা পিগি চপস। আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক সেই ছয় মুহূর্ত যখন বিশ্বের দরবারে ভারতকে গর্বিত করেছেন প্রিয়ঙ্কা।


'ফোর্বস'-এর কভারে প্রিয়ঙ্কা


প্রিয়ঙ্কা চোপড়া গত ২০ বছর ধরে বিনোদন দুনিয়ার সঙ্গে জড়িত। তিনি প্রথম ভারতীয় নারী যিনি 'ফোর্বস ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল'-এর (Forbes 100 Most Influential People) তালিকায় নিজের নাম তোলেন। এবং একবার নয়, ওই তালিকায় দুবার নাম ওঠে তাঁর।


'ভোগ ইউএস'-এর (Vogue US) কভারে পিগি চপস


২০১৮ সালে প্রিয়ঙ্কা চোপড়া প্রথম দক্ষিণ এশিয় হিসেবে 'ভোগ আমেরিকা'র কভারে নিজের জায়গা করে নেন। 'ভোগ ইন্ডিয়া'র কভার পেজে অজস্রবার থাকার পর প্রথম ভারতীয় হিসেবে ওই পত্রিকার মার্কিনি সংস্করণে স্থান পান।


ম্যারাকেচ ফিল্ম ফেস্টিভ্যালে (Marackech Film Festival) প্রিয়ঙ্কা


প্রিয়ঙ্কা চোপড়াকে মরক্কোর 'ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল দু ফিল্ম দে ম্যারাকেচ'-এ ২০১৯ সালে সম্মানিত করা হয়। তিনিই প্রথম বলিউড অভিনেত্রী যাঁকে ওই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ডের সঙ্গে তাঁকে সম্মানিত করা হয়।


টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অ্যাম্বাস্যাডর


প্রিয়ঙ্কা চোপড়া ভারতের সর্বপ্রথম অভিনেত্রী যাঁকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Toronto International Film Festival) অন্যতম অ্যাম্বাস্যাডর করা হয়। ২০২০ সালে অনুষ্ঠানের ৪৫তম সংস্করণে তাঁকে আমন্ত্রণ জানানো হয়।


'UNICEF'-এর অ্যাম্বাস্যাডর


২০১৬ সালে, প্রিয়ঙ্কা চোপড়াকে শিশু অধিকারের জন্য গ্লোবাল ইউনিসেফ শুভেচ্ছা দূত (Global UNICEF Goodwill Ambassador) হিসাবে ঘোষণা করা হয়েছিল। গুডউইল অ্যাম্বাস্যাডর পদে যোগদানের আগে তিনি ১০ বছর সংস্থাটির জাতীয় রাষ্ট্রদূত ছিলেন।


টেলিভিশনে সেরা অভিনেত্রী হিসেবে 'পিপলস চয়েস পুরস্কার' (People's Choice Award) জয়


প্রিয়ঙ্কা চোপড়ার অনবদ্য অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত তিনি। বিদেশের মাটিতে সেই সাফল্য চূড়ায় পৌঁছয় যখন তিনি 'নতুন টিভি সিরিজের প্রিয় অভিনেত্রী' বিভাগে 'পিপলস চয়েস অ্যাওয়ার্ড' জিতেছিলেন। মার্কিন থ্রিলার 'কোয়ান্টিকো'-তে অভিনয়ের জন্য এই পুরস্কার জেতেন প্রিয়ঙ্কা।


শুভ জন্মদিন, প্রিয়ঙ্কা চোপড়া!