মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেতা রণদীপ হুডার। জন্মদিন হলেও মোটেই বিশেষ দিনটাতে ছুটি কাটাতে পারছেন না অভিনেতা। সম্প্রতি জানা গিয়েছে, নতুন একটি ওয়েব সিরিজের জন্য শ্যুটিং করছেন তিনি। 'ইনস্পেক্টর অবিনাশ' নামের ওয়েব সিরিজের শ্যুটিং সেট থেকেই জন্মদিনে মজাদার পোস্ট করলেন রণদীপ হুডা। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন, তা দেখে তাঁকে চেনাই দায় হয়েছে নেটিজেনদের।
ছবির পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করছেন 'কিক' অভিনেতা রণদীপ হুডা। তাঁর শেষ ছবি 'রাধে' মুক্তি পেয়েছিল ওয়েব প্ল্যাটফর্মেই। সম্প্রতি 'ইনস্পেক্টর অবিনাশ' ওয়েব সিরিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। আজ তাঁর জন্মদিন। কিন্তু তা বলে মোটেই ছুটি কাটাতে পারছেন না অভিনেতা। জন্মদিনেও কাজের মধ্যেই থাকতে হচ্ছে তাঁকে। ওয়েব সিরিজের সেট থেকেই নিজের মজাদার ছবি পোস্ট করেছেন রণদীপ হুডা। ছবিতে চরিত্রের প্রয়োজনে তাঁর লুক একেবারেই অন্যরকম। পাগড়ি পরে এবং বড় গোঁফের আড়ালে ঢেকে গিয়েছে চেনা হ্যান্ডসাম রণদীপ হুডা। ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লেখেন, 'শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ। জন্মদিনটা কাজের মধ্যেই কাটছে।'
প্রিয় অভিনেতার জন্মদিনে সোশ্যাল মিডিয়া শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। পাশাপাশি ইন্ডাস্ট্রির অন্যান্য তারকাও শুভেচ্ছা জানিয়েছেন। 'রাধে' ছবিতে রণদীপ হুডার সঙ্গে অভিনয় করেছিলেন বিগ বস সিজন ৮ জয়ী গৌতম গুলাটি। তিনিও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'হ্যাপি হ্যাপি বার্থ ডে সুপারস্টার রণদীপ হুডা। গড ব্লেস ইউ। সুস্থ এবং খুশিতে থাকো।' প্রসঙ্গত, নতুন ওয়েব সিরিজ 'ইনস্পেক্টর অবিনাশ'-র পাশাপাশি 'আনফেয়ার অ্যান্ড লাভলি' ছবিতে দেখা যাবে রণদীপ হুডাকে। তাঁর বিপরীতে অভিনয় করছেন ইলিয়ানা ডিক্রুজ।
সম্প্রতি আইনি বিপাকেও পড়েছেন রণদীপ হুডা শোনা যাচ্ছে এমনটাই। সূত্রের খবর, বলিউডেরই একজন গীতিকার এবং স্ক্রিপ্ট রাইটার অভিনেতাকে ১০ কোটি টাকা দাবি করে আইনি নোটিস পাঠিয়েছেন। যদিও এই প্রসঙ্গে অভিনেতাকে কিছু বলতে জানা যায়নি এখনও পর্যন্ত।