নয়াদিল্লি: ''কমান্ড দেবেন আপনি, অ্যাসিস্ট করবেন অমিতাভ বচ্চন।'' বিগ বি-র আওয়াজ এবার অ্যামাজন অ্যালেক্সায়। গুগল ভয়েজ অ্যাসিস্ট্যান্ট, অ্যাপল সিরিকে টক্কর দিতে নতুন ভাবনা অ্যামাজনের।


বৃহস্পতিবারই ভারতের বাজারে অমিতাভের আওয়াজ ব্যবহার শুরু করেছে আমেরিকার ই-কমার্স জায়ান্ট। মূলত, দেশের বাজার ধরতে জনপ্রিয় অভিনেতাদের আওয়াজ অ্যালেক্সায় লোড করতে চাইছে অ্যামাজন। সেই চিন্তাধারা থেকেই এই যাত্রা শুরু। এর আগে ২০১৯ সালে আমেরিকার অভিনেতা-প্রযোজক স্যামুয়েল.এল.জ্যাকশনের ভয়েজ অ্যালেক্সায় এনেছিল কোম্পানি।


কীভাবে অ্যালেক্সায় অমিতাভের আওয়াজ ব্যবহার করবেন ?
বিনামূল্যে পাওয়া যাবে না এই সুবিধা। ভারতে অ্যালেক্সায় অমিতাভের ভয়েজ পেতে বছরে ২৯৯ টাকা গুনতে হবে গ্রাহককে। তবে 'ইনট্রোডাকটারি প্রাইস' বা (পরিচিতি মূল্য) হিসাবে এখন ১৪৯ টাকায় পেতে পারেন এই পরিষেবা। সেলিব্রিটি ভয়েজ কেনার ক্ষেত্রে “Alexa, introduce me to Amitabh Bachchan”বলতে হবে গ্রাহককে। 


এ ছাড়াও সরাসরি অ্যামাজনের সাইট থেকেও এই ভয়েজ কিনতে পারেন আপনি। একবার পেমেন্ট নিশ্চিত হয়ে গেলেই অ্যালেক্সার পরিবর্তে আপনার কমান্ড শুনে সাহায্য করবেন অমিতাভ বচ্চন। তবে ওয়েক ওয়ার্ডে 'অমিতজি'-র পাশাপাশি ভয়েজ অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যালেক্সাও থাকবে গ্রাহকের সঙ্গে।


গত সেপ্টেম্বর মাসেই গ্রাহকদের সেলিব্রিটি ভয়েজ অ্যাসিস্ট্যান্ট দেওয়ার কথা ঘোষণা করেছিল অ্যামাজন। সেখানে অমিতাভ বচ্চনের নাম ঘোষণা করে কোম্পানি। অ্যামাজন সূত্রে খবর, গত তিন মাস ধরে অনবরত অ্যালেক্সায় অমিতাভের ভয়েজ ইনপুট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে কোম্পানি।এবার তারই ফল পাওয়া গেল হাতেনাতে। কোম্পানির আশা, ভারতে অ্যালেক্সায় অমিতাভের ভয়েজ ইনট্রোডিউস করায় গ্রাহক বাড়বে অ্যামাজনের।


কী শুনতে পারবেন অমিতাভের ভয়েজে ?
চাইলেই গ্রাহকের জন্য নিজের অতীত জীবনের কথা শোনাবেন অমিতাভ। আপনার কথামতো বাবা হরিবংশ রায় বচ্চনের কবিতা পড়ে শোনাবেন 'অমিতজি'। এ ছাড়াও থাকবে টাং টুইস্টারস, অমিতাভের প্রিয় গান। গ্রাহককে সাহায্য করতে গান, অ্যালার্ম এমনকী আবহাওয়ার খবর দেবেন 'বিগ বি'।