মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনের (Raveena Tandon)। নয়ের দশকের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী তিনি। কখনও জুটি বেঁধেছেন অক্ষয় কুমারের সঙ্গে। কখনও গোবিন্দা কিংবা অজয় দেবগনের সঙ্গে। কিংবা আমির খান বা সলমন খান। অভিনয় দক্ষতা, অভিব্যক্তি এবং মিষ্টি হাসি দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন অল্প দিনেই।
জন্মদিনে রবিনা ট্যান্ডন-
ছবি নির্মাতা রবি ট্যান্ডনের কন্যা রবিনা। ১৯৯১ সালে 'পাত্থর কে ফুল' ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এই ছবির জন্য তিনি প্রশংসিতও হন। বলিউডে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন রবিনা। 'দিলওয়ালে', 'মোহরা', 'খিলাড়িও কা খিলাড়ি', 'দুলহে রাজা', 'আনাড়ি নং ১'-এর মতো বাণিজ্যিক ছবিতে যেমন তাঁকে দেখা গিয়েছে। তেমনই 'গুলাম ই মুস্তাফা', 'শূল'-এর মতো ক্রাইম ড্রামাতে ছকভাঙা অভিনয় করেছেন। নয়ের দশকে বলিউডে প্রথম সারির সমস্ত নায়কদের বিপরীতেই দেখা যেত রবিনাকে। তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে বারবার। ছবির পরিবার থেকেই উঠে আসা তাঁর। রবিনার বাবা ছিলেন বলিউডের নামকরা পরিচালক ও প্রযোজক। আবার অভিনেতা ম্যাক মোহনের ভাইঝি তিনি।
মুম্বইতেই জন্ম রবিনা ট্যান্ডনের। জুহুর স্কুল থেকে পড়াশোনা শেষ করেন তিনি। এরপর মুম্বইয়ের মিঠিবাই কলেজে ভর্তি হন। পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করতে করতেই প্রথম ছবির প্রস্তাব পান রবিনা। এক সাক্ষাতকারে অভিনেত্রী বলেছিলেন যে, 'আমি কখনও ভাবিনি যে অভিনেত্রী হব। জেনেসিস পিআর-এ তখন ইন্টার্নশিপ করছিলাম। প্রহ্লাদ কক্করের সহকারী হিসেবে কাজ করছিলাম। সেই সময় আমার লুক নিয়ে অনেকেই কথা বলতেন। আমার আশেপাশের লোকেরা আমার চেহারার প্রশংসা করতেন। কিন্তু আমাকে প্রথম সুযোগটা দেন ফোটোগ্রাফার - পরিচালক শান্তনু শোরে। তিনি আমাকে ডেকে বলেছিলেন যে তিনি আমার সঙ্গে কাজ করতে চান। সেই সময় মডেলরা অভিনয় জগতে আসতেন। আমি ওঁর প্রস্তাব ফিরিয়ে দিই। প্রহ্লাদ আমাকে বলেছিলেন সে সময় যে, 'কোটি কোটি মানুষ এই একটা অফার পাওয়ার অপেক্ষায় বসে থাকে। আর তুমি এই সুযোগটা পেয়েও তাতে রাজি হচ্ছো না!' তখন আমার মনে হয়েছিল, আমার তো হারানোর কিছু নেই। এরপরই 'পাত্থর কে ফুল' ছবিটা তৈরি হয়।'
আরও পড়ুন - Sridevi: বনি কপূরের ধূমপানের অভ্যাস ছাড়ানোর জন্য কী করেছিলেন শ্রীদেবী?
বর্তমানে বড় পর্দার পাশাপাশি ওটিটিতে চুটিয়ে কাজ করছেন রবিনা ট্যান্ডন। 'আরণ্যক' ওয়েব সিরিজ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন তিনি। এছাড়াও ব্লকবাস্টার হিট ছবি 'কেজিএফ চ্যাপ্টার টু'-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি সমাজের জন্য়ও অনেক কাজ করেন রবিনা। সিঙ্গল মাদার হিসেবে তাঁর জার্নি শুরু হয় খুব কম বয়স থেকেই। পরবর্তীকালে ব্যবসায়ী অনিল থাডানিকে বিয়ে করেন। জন্মদিনের অনেক শুভেচ্ছা রবিনা ট্যান্ডনকে (Happy Birthday Raveena Tandon)।