সিডনি: প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) চার উইকেটের দুরন্ত জয় দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। এবার টিম ইন্ডিয়ার পরবর্তী প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ডাচদের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। তার আগে ইতিমধ্য়েই সিডনি পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। সেখানে পৌঁছে অনুশীলনও সেরে ফেললেন রোহিতরা।


করোনা আতঙ্ক


নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচেই ৮৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ, মঙ্গলবার (২৫ অক্টোবর) এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি (AUS vs SL) হবে গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই অস্বস্তি অজি শিবিরে। কোভিডের কারণে সম্ভবত শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারলেন না তারকা অজি স্পিনার অ্যাডাম জাম্পা।


হার্দিকের বক্তব্য


হার্দিক 'স্পিরিট অফ ক্রিকেটের' ব্যাখাকে সম্পূর্ণ নস্য়াৎ করে স্পষ্টভাবেই মাঁকড় আউটের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে এ বিষয়ে (মাঁকড় আউট) আমার কোনও সমস্যা নেই। যদি আমি ক্রিজের বাইরে বেরিয়ে যাই এবং তার জন্য আমায় রান আউট হতে হয়, তাহলে দোষটা আমার। সে (বোলার) তো এখানে ক্রিকেটের নিয়মটাকেই অনুসরণ করে তার লাভ নিচ্ছে। এটা নিয়ে তো কোনও সমস্যা নেই। এই নিয়ে এত মাতামাতি করার কোনও মানে নেই। এটা নিয়ম বিরুদ্ধ তো নয়। ক্রিকেটীয় স্পিরিট চুলোয় যাক।'


মোক্ষম জবাব সুন্দর পিচাইয়ের


ভারত -পাকিস্তান ম্যাচের রোমাঞ্চ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেননি সুন্দর পিচাইও। হাজারো ব্যস্ততার মধ্যেও এই ম্যাচ দেখেছেন তিনি। ভারতের জয়ের পর সুন্দর পিচাই ট্যুইট করেন, ''সুন্দর পিচাই টুইটারে লেখেন, 'শুভ দীপাবলি! প্রত্যেকের বন্ধু এবং পরিবারের সঙ্গে ভাল সময় কাটুক সেই কামনা করি। আজ শেষ তিন ওভার আরও একবার দেখে সেলিব্রেট করলাম। কী দারুণ খেলা আর পারফরম্যান্স।''


এরপরই একজন পাকিস্তানি সমর্থক পিচাইয়ের উদ্দেশে লেখেন, ''প্রথম তিন ওভারও দেখবেন।'' আসলে অধিনায়ক রোহিত শর্মা এবং কেএল রাহুলের উইকেট হারিয়ে ভারতের ইনিংসের খারাপ শুরুর কথা মনে করিয়ে দেন ওই ট্রোলার। কিন্তু নিজের বুদ্ধিমত্তার সঙ্গে তারও জবাব দেন সুন্দর পিচাই। তিনি পাল্টা লেখেন, ''সেটাও করেছি, ভুবি এবং আর্শদীপের কী দারুণ কামাল।''আসলে সুন্দর ম্যাচের প্রথম তিন ওভারের কথা জানিয়েছেন। ভুবনেশ্বর, অর্শদীপরা যখন বল করছিলেন।




এটিকে মোহনবাগানে সৌরভ

ফুটবল প্রশাসনে সৌরভের কামব্যাক। বিসিসিআই থেকে অপসারণের পরে এটিকে মোহনবাগানে সৌরভ। মোহনবাগানের ডিরেক্টর হয়ে ফিরছেন মহারাজ। ক্লাবে গিয়ে ঘুরে দেখলেন কথা বললেন কর্তাদের সঙ্গে।



জয় অস্ট্রেলিয়ার


জয়ের সরণিতে ফিরল অস্ট্রেলিয়া। পার্থে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে জয় ছিনিয়ে নিল অ্যারন ফিঞ্চের দল। ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন মার্কাস স্টোইনিস। তাঁর ৫৯ অপরাজিত ৫৯ রানের ইনিংসই জয়ের ভিত গড়ে দেয় অস্ট্রেলিয়াকে।