আজ জন্মদিন সারা আলি খানের: প্রথম সিনেমার জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার, দ্বিতীয় সিনেমা ৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল
সব ছবি - ইনস্টাগ্রাম @saraalikhan95)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের কেরিয়ার নিয়েও দারুণ আবেগপ্রবণ সারা। এক সাক্ষাত্কারে সারা জানিয়েছিলেন যে, সিম্বা-য় অভিনয়ের প্রস্তাব তাঁকে দেওয়া হয়নি। তিনি নিজেই নির্দেশক রোহিত শেট্টিকে ওই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।
এক সাক্ষাত্কারে সারা বলেছিলেন, মাকে ছাড়া তিনি থাকার কথা ভাবতেও পারেন না।
সইফ ও অমৃতার বিবাহ-বিচ্ছেদের পর সারা তাঁর মায়ের কাছেই থাকেন। মায়ের সঙ্গে নিজের ছবি প্রায়ই শেয়ার করেন সারা।
কিছুদিন আগে ইব্রাহিমের জন্মদিনে সারা দারুণ একটা ছবি পোস্ট করে ভাইকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
সারার ভাই ইব্রাহিম আলি খান। ভাই-বোনের একে অপরের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই দেখা যায়।
বলিউড তারকা সইফ আলি খান ও অমৃতা সিংহর মেয়ে সারা।
এখন তাঁর হাতে রয়েছে দুটি সিনেমা। একটি বরুণ ধবনের সঙ্গে। দ্বিতীয়টি কার্তিক আরয়ানের সঙ্গে।
দ্বিতীয় সিনেমায় সারাকে সিম্বা-র সঙ্গে দেখা গিয়েছিল। ওই সিনেমায় তাঁর সঙ্গে ছিলেন রণবীর সিংহ। বক্স অফিসে এই সিনেমা দারুণ সাফল্য পেয়েছিল। প্রথম দুটি সিনেমার মাধ্যমেই সারা দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছেন।
২০১৮-তে সিনেমায় কেরিয়ার শুরু করেছেন সারা। কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এই সিনেমার জন্য সারাকে ফিল্ম ফেয়ারের পক্ষ থেকে সেরা অভিষেক পুরস্কার দেওয়া হয়।
সম্প্রতি বরুণ ধবন এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন। অনুরাগীরা এর প্রশংসা করেছেন। এই সিনেমার শ্যুটিংয়েরই মধ্যেই সারা তাঁর জন্মদিন পালন করবেন।
বলিউড অভিনেত্রী সারা আলি খানের আজ ২৪ তম জন্মদিন। বর্তমানে তিনি তাঁর আগামী সিনেমা কুলি নম্বর ১-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -