মুম্বই: আজ জন্মদিন বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan)। নিজের ৫৬-তম জন্মদিন একেবারেই নিজের মতো পরিবারের সঙ্গে কাটালেও সোশ্যাল মিডিয়ায় কিং খানকে নিয়ে উচ্ছ্বাসে কোনও ঘাটতি নেই অনুরাগীদের। বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডল উপচে পড়ছে বলিউড সুপারস্টারকে শুভেচ্ছা জানানোয়। অনুরাগীদের থেকে বলিউডের অন্যান্য তারকারা এদিন কিং খানের জন্মদিনে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া। #HappyBirthdaySRK #HappyBirthdayShahRukhKhan #KingKhan #srk56 সোশ্যাল মিডিয়াগুলিতে এই সমস্ত হ্যাশট্যাগে ভরে উঠেছে শুভেচ্ছা।
অক্টোবর মাসটা একেবারেই ভালো কাটেনি বলিউড সুপারস্টার শাহরুখ খানের। গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর রেভ পার্টি থেকে মাদককাণ্ডে আটক হন কিং খানের ছেলে আরিয়ান খান। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর জামিনের আবেদন নিয়ে চলেছে দীর্ঘ আইনের লড়াই। নিম্ন আদালতে আরিয়ান খানের জামিনের আবেদন বারবার খারিজ হয়ে যায়। পরবর্তীতে বম্বে হাইকোর্টে আরিয়ান খানের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। মা গৌরী খানের জন্মদিনেও আরিয়ানকে জেলেই কাটাতে হয়েছে। শাহরুখ খানের জন্মদিনের আগে আরিয়ান জামিন পাবেন কিনা, তা নিয়ে চলছিল নানা জল্পনা। অবশেষে স্বস্তি দিয়ে জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট।
আরিয়ান খানের গ্রেফতারি থেকে জামিন পর্যন্ত একবারও প্রকাশ্যে কিংবা সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে দেখা যায়নি বলিউডের বাদশা শাহরুখ খানকে। তাঁর এই আচরনের প্রশংসা করেছেন অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা। বলিউড অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর শাহরুখ খানের প্রশংসা করে জানিয়েছেন, কিং খান যেভাবে এই পরিস্থিতিতে আচরন করেছেন, তা প্রশংসাযোগ্য।
শাহরুখ খানের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে শুভেচ্ছাবার্তা। অভিনেত্রী অহনা কুমার কিং খানের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, 'শুভ জন্মদিন শাহরুখ খান{ আপনার বিনোদন, আপনার কাজ, আপনার কঠোর পরিশ্রম, আপনার মানবিকতা এবং আপনার মর্য়াদা রক্ষার ধরন থেকে সবসময প্রেরণা পাই। আর সবসময়ই পাবো। আপনাকে এবং আপনার পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।'
অভিনেত্রী ইশা কোপিকর, বক্সার বিজেন্দ্র সিংহ, ক্রিকেটার মুনাফ পটেল থেকে অন্যান্য তারকারাও এদিন কিং খানকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। শুভেচ্ছা জানানো হয়েছে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেও।