কলকাতা: বড়দিনের আগেই কলকাতা, হাওড়া, বিধাননগরে ভোট করাতে চায় রাজ্য। ১৯ ডিসেম্বর কলকাতা-সহ ৩ পুরসভায় ভোট করাতে চায় সরকার। মঙ্গলবার এমনটাই জানা গিয়েছে সূত্রে মারফত। সূত্রের খবর, ২২ ডিসেম্বর গণনা হতে পারে কলকাতা-সহ ৩ পুরসভায়। জানুয়ারিতে বাকি পুরসভায় ৩ দফায় হতে পারে ভোট। পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের আলোচনার পরই এমন সিদ্ধান্ত বলে খবর।
উল্লেখ্য, নজরে আপাতত কলকাতা, বিধাননগর, হাওড়া পুরসভার ভোট। আগামী সপ্তাহে কমিশন-সরকার আলোচনার ভিত্তিতে বিজ্ঞপ্তির প্রকাশের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উপনির্বাচনে রেকর্ড জয়ের পরে এবার নজরে পুরভোট।
চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে, তৃণমূলের জয়জয়কার। সবক’টিতেই জিতেছে তৃণমূল। বিধানসভা ভোটে, বিজেপির জেতা দু’টি কেন্দ্র ছিনিয়ে নিল তারা। অন্যদিকে, এই চারটি কেন্দ্রের মধ্যে তিনটিতেই জামানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপির।
উপনির্বাচনে চারে চার তৃণমূল। চারে শূন্য বিজেপি। শুধু তাই নয়। বিধানসভা নির্বাচনে জেতা দু’টি আসনও হারাল বিজেপি। বিজেপির থেকে দু’টি আসন ছিনিয়ে নিল তৃণমূল। চারটি কেন্দ্রের মধ্যে তিনটিতেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হল। বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচন মিলিয়ে
ছ’মাসের মধ্যে তিনটি ভোটে ধাক্কা খেল বিজেপি। বিধানসভা নির্বাচনে ২১৩ আসনে জিতে আসার পর, পরপর দু’টো উপনির্বাচনে ৭টা কেন্দ্রের সবক’টায় জিতল তৃণমূল। উপনির্বাচনে তাদের জয়ের ব্যবধানও চমকে দেওয়ার মতো! দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের মার্জিন ১ লক্ষ ৬৪ হাজার ৮৯। এই কেন্দ্রে তৃণমূল একাই ৮৪.১৫ শতাংশ ভোট পেয়েছে।
গোসাবায় তৃণমূল প্রার্থী জিতেছেন ১ লক্ষ ৪৩ হাজার ৫১ ভোটের মার্জিনে। এই কেন্দ্রেও ৮৭.১৯ শতাংশ ভোট গিয়েছে তৃণমূলের ঝুলিতেই। খড়দা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছেন ৯৩ হাজার ৮৩২ ভোটে। এই কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ৭৩.৫৯ শতাংশ। শান্তিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল জিতেছে ৬৪ হাজার ৬৭৫ ভোটের মার্জিনে। এখানে তারা পেয়েছে ৫৪.৮৯ শতাংশ ভোট।