মুম্বই: আজ দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণনের জন্মদিন। বিভিন্ন চরিত্রে তাঁর অভিনয় দক্ষতায় তিনি মন কেড়েছেন দর্শকদের। ১৯৯৯ সালে প্রথম রূপালি পর্দায় প্রবেশ তাঁর। তারপর থেকে '৯৬', 'ভিন্নাইঠানদি ভারুভায়া'-র মতো ছবিতে হাত ধরে প্রথম শ্রেণীর নায়িকাদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন তিনি। আজ ৩৭ বছরে পড়লেন তৃষা। জন্মদিনে জেনে নিন তাঁর সেরা ৫ অভিনীত ছবি কোনগুলি।


'৯৬' তৃষার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। ২২ বছর পরে দুই বন্ধুর দেখা হওয়া ও তারপর তাদের প্রেমের গল্পই এই ছবির উপজীব্য। এই ছবিতে তৃষার অভিনয় খুব প্রশংসিত হয়েছিল।



'ভিন্নাইঠানদি ভারুভায়া' তৃষার কেরিয়ারের আরও একটি গুরুত্বপূর্ণ ছবি। গৌতম মেননের জনপ্রিয় রোম্যান্টিক এই ছবির নায়িকা ছিলেন তৃষা। প্রাণোচ্ছল একটি মেয়ের ভূমিকায় তৃষার অভিনয় অনবদ্য ছিল।



'অভিযুম নানুম' ছবিতেও প্রশংসিত হয়েছিল তৃষার অভিনয়। প্রকাশ রাজের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তৃষা।



'নুভ্যোস্থানান্তে নেনোড্ডানটানা' ছবিতে একটি গ্রাম্য মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তৃষা। তাঁর অভিনয়ের জন্যই ছবিটি মনে দাগ কাটে।



'মৌনাম পসিয়াধে' ছবিটির মূখ্য ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তৃষা। এছাড়াও একাধিক ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে অনুরাগী থেকে নেটিজেনদের।