মুম্বই: ৪ দশকের কেরিয়ারে বলিউডের প্রবাদপ্রতিম সব নায়িকাদের সঙ্গে কাজ করেছেন ঋষি কপূর। শ্রীদেবী থেকে ডিম্পল কাপাডিয়া, জুহি চাওলা, মাধুরী দীক্ষিত- পর্দায় তাঁকে রোমান্স করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীদের সঙ্গে। এই তালিকাতেই ছিলেন মীনাক্ষী শেষাদ্রি। এক সময়ের ভারতসুন্দরী মীনাক্ষী বহুদিন বলিউডে নেই। কিন্তু বহু ছবিতে কাজ করেছেন তাঁরা। এবার মীনাক্ষী স্মরণ করলেন সদ্য প্রয়াত ঋষি ও ইরফান খানকে। মীনাক্ষী-ঋষি কে এক সঙ্গে দেখা যায় বিজয়, সাধনা, ঘর পরিবার, বড়ে ঘর কি বেটি ও ঘরানা ছবিতে। কিন্তু তাঁদের সেরা ছবি দামিনী। মীনাক্ষী ও ঋষির এক সঙ্গে কাজ করা এই শেষ ছবিতে ছিলেন সানি দেওলও। ব্লকবাস্টার এই ছবি বলিউডে অন্যতম মাইলস্টোন হয়ে আছে। সেই স্মৃতি উজাড় করে মীনাক্ষী স্মরণ করলেন তাঁর সদ্য প্রয়াত সহ অভিনেতাকে। একই সঙ্গে বললেন ইরফানের কথা, ঋষির ঠিক একদিন আগে যিনি প্রয়াত হয়েছেন। টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন মীনাক্ষী। বলেছেন,
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আজ আপনাদের সঙ্গে বলিউডের ২ অসামান্য অভিনেতা ঋষি কপূর ও ইরফান খানকে নিয়ে কথা বলছি। শেষ কদিনে এই দুই ব্যক্তিত্বকে হারিয়েছি আমরা। শুধু দর্শক ও অনুরাগীদের জন্যই নয়, চলচ্চিত্র শিল্পের পক্ষেই এটা বিরাট আঘাত।-
‘দামিনী’ বলেছেন, এঁরা শুধু অসামান্য প্রতিভাধরই ছিলেন না, মানুষ হিসেবেও প্রশ্নাতীত ছিলেন। ঋষি কপূরের সঙ্গে ৫টি ছবিতে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার, বিশেষ করে দামিনী-তে। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ, তিনি সহশিল্পী হিসেবে দুর্দান্ত ছিলেন, সব সময়ে আমার সেরাটা বার করে এনেছেন। আপনাকে মনে রাখব ঋষিজি। দেখুন ভিডিওটি