অমিতাভকে শেষ দেখা গিয়েছে বদলা ছবিতে। দেখুন টুইটারে তাঁর বার্তা।
অক্ষয় কুমারের ছবি কেশরী আজই মুক্তি পেয়েছে। তিনিও সকলকে জানিয়েছেন হোলির শুভেচ্ছা।
দেখুন মাধুরী দীক্ষিতের টুইট।
হৃতিকের আগামী ছবি সুপার ৩০। টুইট করেছেন তিনিও।
ইমরান হাসমিকে শেষ দেখা গিয়েছে হোয়াই চিট ইন্ডিয়া ছবিতে। হোলি উপলক্ষ্যে তিনিও শুভেচ্ছা জানিয়েছেন।
দেখুন কর্ণ জোহরের টুইট।
অনিল কপূরের শুভেচ্ছা বার্তা।