২০১০ থেকে শুরু হয়েছে মহিলাদের সাফ ফুটবল প্রতিযোগিতা। এখনও পর্যন্ত চারবার হয়েছে এই প্রতিযোগিতা। প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথম তিনবার ফাইনালে ভারতের কাছে হেরে যায় নেপাল। ২০১৬ সালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এবার ফের ফাইনালে ভারত-নেপাল লড়াই। বাংলাদেশকে ৪-০ উড়িয়ে টানা পঞ্চমবার মহিলাদের সাফ ফুটবলের ফাইনালে ভারত
Web Desk, ABP Ananda | 20 Mar 2019 09:38 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
বিরাটনগর (নেপাল): সেমি-ফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবার মহিলাদের সাফ ফুটবলের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। এদিন ভারতের হয়ে জোড়া গোল করেন ইন্দুমতি কাঠিরেসান। ডালিমা ছিবের ও মণীষা একটি করে গোল করেন। শুক্রবার ফাইনালে আয়োজক দেশ নেপালের মুখোমুখি হবে ভারত।