আনন্দ দারুণ ছেলে, দিদি বিয়ে করছে বলে ভাল লাগছে, বলছেন সোনমের ভাই হর্ষবর্ধন কপূর
Web Desk, ABP Ananda | 02 May 2018 06:43 PM (IST)
মুম্বই: দিদি সোনম কপূর বিয়ে করতে চলায় খুশি অভিনেতা হর্ষবর্ধন কপূর। ‘ভবেশ জোশী’ ছবির প্রচারে তিনি বলেছেন, ‘দিদি বিয়ে করছে বলে খুব ভাল লাগছে। আনন্দ দারুণ ছেলে। ৭ ও ৮ তারিখ বিয়ে। তারপর আমি ছবির প্রচার করব। হাতে অনেক সময় আছে।’ আনন্দ আহুজার সঙ্গে সোনমের কয়েক বছর ধরেই সম্পর্ক আছে। এ মাসের ৮ তারিখ তাঁদের বিয়ে হবে বলে দুই পরিবারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। জুহুতে একটি বাংলোয় বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে। এ মাসের ২৫ তারিখ ‘ভবেশ জোশী’ ছবিটি মুক্তি পাওয়ার কথা। তার আগে দিদির বিয়ের জন্য কয়েকদিন প্রচার করবেন না বলে জানিয়েছেন হর্ষবর্ধন। তিনি দিদিকে বিয়েতে কী উপহার দেবেন, এই প্রশ্নের জবাবে মজার ছলে বলেছেন, ‘আমি কপর্দকশূন্য। যে ছবিগুলি করি, সেগুলি ভাল চলে না। তাই দিদিকে উপহার হিসেবে একরাশ ভালবাসা আর আলিঙ্গন দেব।’