টেস্টে এক নম্বরেই থাকলেও, একদিনের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত
Web Desk, ABP Ananda | 02 May 2018 03:43 PM (IST)
নয়াদিল্লি: আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে ভারতকে টপকে শীর্ষস্থানে পৌঁছে গেল ইংল্যান্ড। ভারতের এক পয়েন্ট কমে গিয়েছে এবং ইংল্যান্ডের আট পয়েন্ট বেড়েছে। বিরাট কোহলিদের পয়েন্ট এখন ১২২। অন্যদিকে, ইয়ন মর্গ্যানের দলের পয়েন্ট ১২৫। একদিনের ফর্ম্যাটে দু’নম্বরে নেমে গেলেও, টেস্টে এক নম্বরেই আছে ভারতীয় দল। শুধু তা-ই নয়, ২০১৪-১৫ মরসুমের পারফরম্যান্সের হিসেব না হওয়ায় এবং ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মরসুমের পারফরম্যান্স ৫০ শতাংশ গুরুত্ব পাওয়ায় দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের পয়েন্টের ব্যবধান চার থেকে বেড়ে ১৩ হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে টপকে এই প্রথম টেস্ট র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পাঁচ পয়েন্ট কমে গিয়ে এখন পয়েন্ট ৬৭। অন্যদিকে, বাংলাদেশের চার পয়েন্ট বেড়েছে। শাকিব আল হাসানদের এখন পয়েন্ট ৭৫।