‘আজহার’-এ ইমরানের অভিনয়ে খুশি: মহম্মদ আজহারউদ্দিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 May 2016 03:37 PM (IST)
নয়াদিল্লি: রিল লাইফের আজহারে মজলেন রিয়েল লাইফের আজহার। বায়োপিক ‘আজহার’-এ ইমরান হাসমির অভিনয়ে মুগ্ধ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। সিনেমায় আজহারের ভূমিকায় অভিনয় করছেন ইমরান। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্টাইলিশ ব্যাটসম্যান বলেছেন, ইমরান খুবই পেশাদার। ও সিনেমায় নিজের ভূমিকার প্রতি যথার্থ সুবিচার করেছে। ওকে খুব ভালো লেগেছে। আশা করছি, দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন। টনি ডি সুজা পরিচালিত এই সিনেমা আজহারের জীবন নিয়ে তৈরি হয়েছে। ২০০০ সালে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির কালো ছায়া নেমে আসে তাঁর জীবনে। বিসিসিআই তাঁকে আজীবন নিষিদ্ধ করে। যদিও ২০১৩-তে অন্ধ্র হাইকোর্ট এই নিষেধাজ্ঞা খারিজ করে। জানা গিয়েছিল, সিনেমায় কয়েকটি দৃশ্য নিয়ে খুশি ছিলেন না আজহার। যদিও আজহার বলেছেন, সিনেমাটি তাঁর পছন্দ হয়েছে। আগামী ১৩ মে সিনেমা মুক্তি পাবে। তার আগে এদিন হজরত নিজামুদ্দিন দরগায় প্রার্থনা জানাতে যান ইমরান। তাঁর সঙ্গেই ছিলেন আজহার। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার সিনেমার ভূয়সী প্রশংসা করেছেন।