নয়াদিল্লি: চাকরি থেকে বরখাস্ত হওয়ার বদলা! বুলডোজার দিয়ে আস্ত একটি বিমান ভেঙে টুকরো করে দিলেন এক কর্মী!

খবরে প্রকাশ, রাশিয়ার বিমান সংস্থা ‘ইউটি এয়ার’ সম্প্রতি তাঁদের এক কর্মীকে ছাঁটাই করে। এত ওই কর্মী এত ক্ষেপে যান, যে আর্থমুভার (বুলডোজারের মতো ভারী মাটি কাটার যন্ত্র) দিয়ে কোটি কোটি টাকা মূল্যের আস্ত একটি বিমানকে ভেঙে টুকরো টুকরো করে দেন।

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে এই ভেঙে ফেলার ভিডিও ইতিমধ্যেই প্রায় ১২ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। সেখানে দেখা যাচ্ছে, ভারী যন্ত্র দিয়ে বিমানের ওপর একটার পর একটা গর্ত করছেন ওই ব্যক্তি।

তবে, আরেকটি সূত্রের মতে, সম্ভবত বিমানটি অকেজো হয়ে গিয়েছিল। তাই তাকে এভাবে ধ্বংস করা হয়েছে। অনেকের মতে, প্রায়ই অকেজো বিমানকে এভাবেই ভেঙে টুকরো করে দেওয়া হয়ে থাকে। এমনই কোনও বিমানকে নষ্ট করার প্রক্রিয়া চলছিল।

যদিও, আসল কারণ কী, তা জানা না গেলেও, ভিডিওটি অত্যন্ত মজাদার!

নীচে দেখুন সেই ভিডিও—

[embed]