অমিতাভ ও শাহরুখ দু জনেই ‘ডন’ ছবি করেছেন। সে কথা উল্লেখ করেই হরভজন মজার ছলে লিখেছেন, ‘চলতে চলতে প্রাকৃতিক গ্যাস ভরছেন ডন। ইনিই আসল ডন’ বীরেন্দ্র সহবাগ প্রাক্তন সতীর্থর এই ট্যুইট রিট্যুইট করেছেন। তবে অমিতাভ ও শাহরুখ এখনও জবাব দেননি। অমিতাভ, শাহরুখকে ‘ডন চ্যালেঞ্জ’ হরভজনের
Web Desk, ABP Ananda | 20 Feb 2017 08:02 AM (IST)
নয়াদিল্লি: এক ব্যক্তি জনবহুল রাস্তায় দু হাত ছেড়ে বাইক চালাচ্ছেন। পা দুটি হ্যান্ডেলের উপর রেখে একটি রান্নার গ্যাসের সিলিন্ডারের উপর বসে নিশ্চিন্তে চলেছেন তিনি। পাশ দিয়ে যাওয়া গাড়ির উদ্দেশে হাতও নাড়ছেন। ট্যুইটারে ২২ সেকেন্ডের এই ভিডিও পোস্ট করেছেন হরভজন সিংহ। সেই সঙ্গে তিনি অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকে চ্যালেঞ্জ জানিয়েছেন।