সম্পর্কের কথা সদ্য জানা যায়,তারপরই বিচ্ছেদ এই ক্রিকেটার ও বলি সুন্দরীর!
প্রসঙ্গত, প্রকাশ্যে কখনওই হার্দিক এবং এলি তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তাই মনে করা হচ্ছে এই বিচ্ছেদের কথাও তাঁরা কখনওই স্বীকার করবেন না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু হালের খবর, হার্দিক-এলির সম্পর্ক ভেঙে গিয়েছে। কারণ, ক্রিকেটারের সঙ্গে এক উঠতি নায়িকার ঘনিষ্ঠতা। সেই ঘনিষ্ঠতা বাড়ার পরই এলির সঙ্গে সম্পর্কে অনীহা হার্দিকের
তারপর থেকেই দুজনের সম্পর্কের খবর আরও জোড়ালো হতে থাকে
তাঁদের এক অ্যাড শ্যুটের সময় আলাপ। এরপর এলিকে হার্দিকের ভাইয়ের বিয়েতেও দেখা যায়।
বিরুষ্কার আগে বিয়ে হয় সাগরিকা-জাহিরের। জাহির-সাগরিকা, বিরাট-অনুষ্কার বিয়ের পর চর্চায় ছিলেন হার্দিক পাণ্ডে এবং এলি অ্যাভ্রাম।
ইদানিংকালে, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা এই দুই ভিন্ন জগতের তারকার মেলবন্ধনের এক সুন্দর উদাহরণ।
ক্রিকেট এবং বলিউড ভারতীয়দের দুটি সবচেয়ে আগ্রহের জায়গা। এই জগতের মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে দেখি আমরা। সেই নিয়ে হৈ হৈ শুরু হয় ভক্তদের মধ্যে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -