মুম্বই: ভাই বোনেদের মধ্যে সবথেকে বড় সোনম কপূর, তাই তাঁর বিয়েই কপূর পরিবারের প্রথম বিয়ে। দিদির হাতে মেহন্দি দেখে আবেগাপ্লুত হয়ে পড়লেন ছোট ভাই হর্ষবর্ধন কপূর।

ইনস্টাগ্রামে দুই দিদি সোনম ও রিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন হর্ষবর্ধন। তাঁর ও সোনমের আগামী সিনেমার উল্লেখ করে লিখেছেন, ভবেশ জোশী অ্যান্ড বীরাস। এত হাসির কারণ একটাই, তা হল #সোনমকিশাদি।

[embed]https://www.instagram.com/p/BiemXG0HsJ4/[/embed]

রবিবার থেকে শুরু হয়েছে সোনমের বিয়ের অনুষ্ঠান। সেদিন দুপুরেই পরিবার নিয়ে অনিল কপূরের বাড়ি পৌঁছে গিয়েছেন সোনমের ভাবী স্বামী আনন্দ আহুজা। ঢোল ও ব্যান্ড পার্টির সঙ্গে স্বাগত জানানো হয়েছে তাঁকে।